ভারত–অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে পৌঁছানোর কথা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংয়ের। বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো–প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা কাঠামো গঠনের মতো একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লি পৌঁছানোর পর পেনি ওয়ং প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে দুই দেশের বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ছাত্র–ছাত্রীদের বিনিময় কর্মসূচি জোরদার করার রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক মহলের ধারণা।
Advertisement
ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গত কয়েক বছরেই উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনাই এই সম্পর্ককে আরও দৃঢ় করছে।’ অন্যদিকে, অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, ‘ইন্দো–প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।’
Advertisement
সূত্রের খবর, পেনি ওয়ং এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দুটি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যেও পৃথক বৈঠক হতে পারে।
এই সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে ইতিমধ্যেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য গত কয়েক বছরে একধাক্কায় বেড়েছে এবং উভয় দেশই ইন্দো–প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির প্রেক্ষিতে নিজেদের সহযোগিতার হাত আরও শক্ত করতে আগ্রহী।
ভারত–অস্ট্রেলিয়া সম্পর্কের ভবিষ্যৎ দিশা ঠিক করতে এই সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
Advertisement



