মুম্বইয়ের রাস্তায় তরোয়াল হাতে নিয়ে তাণ্ডব চালাল ১৬ বছরের এক কিশোর। জানা গিয়েছে, শনিবার তলোয়ার হাতে নিয়ে একটি সরকারি বাস থামিয়ে ওই কিশোর চালককে হুমকি দেয় এবং বাসের কাঁচ ভেঙে দেয়। শুধু তা-ই নয়, পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং জলের ট্যাঙ্কারের ওপরও আক্রমণ চালায় সে।অভিযোগ, ওই কিশোরের আক্রমণে মোট ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পুলিশ কিশোরটিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, এর আগেও ছেলেটির বিরুদ্ধে মারধর ও শান্তিভঙ্গের উদ্দেশ্যে উসকানির অভিযোগ রয়েছে।
মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোর তার কাকুর কাছে বকুনি খাওয়ার পর রাগের বশে এই কাণ্ড ঘটায়। কিশোরটি জেরায় জানিয়েছে, তার কাকা তাকে চোর অপবাদ দিয়েছিলেন। সেই কথা শুনে তার মাথা গরম হয়ে যাওয়ায় তরোয়াল নিয়ে সামনে যে বাস ছিল, সেটিকেই সে আক্রমণ করে। আপাতত পুলিশের হেফাজতেই রাখা হয়েছে যুবককে।
Advertisement
শনিবার বিকেল ৩টে ১০ মিনিটে ভাণ্ডুপ পশ্চিমের ট্যাঙ্ক রোডে কিশোরটি বাসের চালক জ্ঞানেশ্বর রাঠোড়কে গালাগালি করে ও বাসে আক্রমণ করে। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়।সেখানে দেখা গিয়েছে, কিশোর তরোয়াল দিয়ে বাসের সামনের কাচে বাড়ি মেরে মেরে তা ভাঙছে। একটা সময়ের পরে ঝনঝন শব্দে পুরো কাচটি ভেঙে পড়ে। বাসের চালককে সে তরোয়াল উঁচিয়ে ভয়ও দেখায়। মৌখিক বচসাও বাঁধে।
Advertisement
কিশোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাস চালক। তার বিরুদ্ধে অপরাধমূলক ভয় প্রদর্শন, বিপজ্জনক অস্ত্রের ব্যবহার এবং অপরাধমূলক বলপ্রয়োগের মামলা রুজু হয়েছে। সরকারি সম্পত্তি ধ্বংসের মামলাও করা হয়েছে।
Advertisement



