• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের

জলপাইগুড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাওয়াপাড়া এলাকায়।

প্রতীকী চিত্র

জলপাইগুড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাওয়াপাড়া এলাকায়। দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শিশুর দেহ পথে ফেলে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মায়ের সঙ্গে দোকানে যাচ্ছিল জলপাইগুড়ির ৭৩ মোড় সংলগ্ন নাওয়াপাড়া এলাকার বাসিন্দা অভি রাউত। সেই সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অভিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পরই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

Advertisement

বিক্ষোভকারীদের বক্তব্য, এলাকায় দুটি হিমঘর রয়েছে। সেই হিমঘরের পাশে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে একের পর এক ট্রাক। ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না বলেও অভিযোগ স্থানীয়দের। এদিকে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেয় পুলিশ। এরপরই বিক্ষোভ তুলে নেওয়া হয়।

Advertisement

Advertisement