• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লন্ডনে জয়শঙ্করের কনভয়ে হামলা

বিদেশমন্ত্রীর উপর ওই হামলার পিছনে রয়েছেন খালিস্তানপন্থীরা। বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর।

ফাইল চিত্র

লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলার চেষ্টাই শুধু নয়, তাঁর সামনেই ছেঁড়া হল ভারতের জাতীয় পতাকা। ব্রিটেন সফরে গিয়ে হামলার সম্মুখীন হতে হয় বিদেশমন্ত্রীকে। চ্যাথাম হাউসের সামনে জয়শঙ্করের নিরাপত্তা বলয় ভেঙে একেবারে তাঁর গাড়ির কাছে চলে যান হামলাকারীরা। জানা গিয়েছে, সেই সময় একজন হামলাকারী বিদেশমন্ত্রীর গাড়ির দিকে দৌড়ে গিয়ে পুলিশ আধিকারিকদের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে পুলিশের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। এই নিয়ে এক বিবৃতিতে বিদেশমন্ত্রক ‘নিরাপত্তায় গাফিলতি’র কথা উল্লেখ করেছে। সেইসঙ্গে ব্রিটেনকে দ্রুত এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে ভারত।

লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কনভয়ে হামলার ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একজন হামলাকারী জয়শঙ্করের কনভয়ের দিকে ছুটে যাচ্ছেন। এরপর তাঁকে পতাকা ছিঁড়তে দেখা যায়। সেখানে উপস্থিত আধিকারিকরা প্রথমে ওই হামলাকারীকে কোনওরকম বাধা দিচ্ছিলেন না। কিন্তু পরে তাঁরা পদক্ষেপ করেন এবং অভিযুক্তকে ধরে ফেলেন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে জয়শঙ্কর একটি জায়গায় বক্তব্য রাখছেন। সেখানে খালিস্তানপন্থীরা অনুষ্ঠান কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছেন।

Advertisement

জয়শঙ্কর ব্রিটেনে পৌঁছেছেন মঙ্গলবার। সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক হয় তাঁর। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বিদেশমন্ত্রীর উপর ওই হামলার পিছনে রয়েছেন খালিস্তানপন্থীরা। বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন রাস্তার উপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। এরপর একজন ছুটে জয়শঙ্করের কনভয়ের সামনে চলে যান। পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলেন। তখন অন্য বিক্ষোভকারীরাও পতাকা ছেঁড়েন। প্রথমে পুলিশ হকচকিয়ে যায়। তারপরই অভিযুক্তকে ধরে সেখান থেকে সরিয়ে দেয়।

Advertisement

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ধিক্কার জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক বলেছে, ‘আমরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সফরের ফুটেজ দেখেছি। সেখানে স্পষ্ট, নিরাপত্তায় ফাঁক ছিল। আমরা বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থী গোষ্ঠীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। এটি স্বাধীনতার অপব্যবহারের নিদর্শন। আমরা আশা করি, এই বিষয়ে ব্রিটেন সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন করবে।’

জয়শঙ্করের ওপর হামলায় যথেষ্ট উদ্বেগে রয়েছে দিল্লি, যদিও সফর কাটছাঁট করা হয়নি। সূত্রের খবর, ৯ মার্চ পর্যন্ত ব্রিটেনে থাকবেন জয়শঙ্কর। সেই দেশের সঙ্গে ভারতের ‘কৌশলগত অংশীদারিত্ব’ শক্তিশালী করে তোলাই এই সফরের মূল লক্ষ্য।

Advertisement