গঙ্গাসাগর যাওয়ার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন পুণ্যার্থী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপকুমার পাত্র বলেন, বাসে মোট ৩৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩৩ জন মহারাষ্ট্রের বাসিন্দা। গঙ্গাসাগর যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩৬ জন পুণ্যার্থীকে নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় হঠাৎ করে চৌরঙ্গী এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় বাসটি। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিডিও কানাইয়াকুমার রায় ঘটনাস্থলে যান। তাঁরা জানিয়েছেন, পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৮ থেকে ১০ জন। আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
Advertisement
পুলিশের তরফে জানানো হয়েছে, বাসটিকে উদ্ধার করা হয়েছে। গতির কারণে দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও দেখা হবে। পুণ্যার্থীদের সহযোগিতার জন্য সবরকম চেষ্টা করছে প্রশাসন। প্রাথমিক চিকিৎসার পর যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদেরকে আবারও অন্য গাড়িতে করে কপিলমুনি আশ্রমের দিকে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছে প্রশাসন।
Advertisement
Advertisement



