যে কোনও সময় আত্মহত্যা করতে পারে বা আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে পারে নির্ভয়া কাণ্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত চার অপরাধী। এমনই আশঙ্কা করছে তিহার জেল কর্তৃপক্ষ। সেই কারণে তিহারের অন্য সব বন্দির মধ্যে এখন সবচেয়ে কড়া পাহারায় রয়েছে মুকেশ, পবন, অক্ষয় ও বিনয়।
দেশের বৃহত্তম জেল তিহারে বন্দিদের তালিকায় রয়েছে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন ছােট রাজন থেকে দিল্লির গ্যাংস্টার নীরজ বাওয়ানা এবং বিহারের স্ট্রংম্যান তথা রাজনীতিবিদ মহম্মদ শাহাবুদ্দিন। কিন্তু পাহারার কড়াকড়িতে এদের সবাইকে ছাপিয়ে গিয়েছে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা এবং বিনয় শর্মা।
Advertisement
আগামী ১ ফেব্রুয়ারি এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। গত ১৬ জানুয়ারি এদের তিহারের তিন নম্বর সেলে পাঠানাে হয়েছে। এখানেই এদের ফাঁসিতে ঝোলানাে হবে।
Advertisement
এই চারজন আত্মহত্যা করতে পারে বা আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে তিহার কর্তৃপক্ষ। এই চারজনের একজনও এরকম কিছু করে ফেললে তা বিশাল বড় ইস্যু হবে তা জানেন জেল আধিকারিকরা। তাই কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। ২৪ ঘণ্টা কারারক্ষী ও সিসিটিভির নজরদারিতে রয়েছে চার অপরাধী। এর আগে নির্ভয়া কাণ্ডে আরও এক অপরাধী রাম সিং জেলের শৌচাগারে আত্মহত্যা করেছিল।
Advertisement



