• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

বাংলাদেশ রোহিত ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত

প্রতিপক্ষ যত শক্তিশালী দল হোক না কেন, তাদের টেক্কা দিতে কোনও ভাবেই পিছিয়ে থাকবেন না

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন। তিনি বড় গলায় বলেছেন, আমরা কিন্তু ম্যাচ জেতার জন্যই মাঠে নামব। আমাদের ছোট করে ভাবার কোনও কারণ নেই। সেই কারণেই ভারতকে ভাবতে হবে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হবে। আমরাও তৈরি রয়েছি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শুরু হচ্ছে।

তবে এই টুর্নামেন্টে ভারতীয় দল কোনও ম্যাচই খেলবে না পাকিস্তানের মাঠে। সেই কারণে নিরপেক্ষ মাঠ হিসেবে দুবাইকে ভাবা হয়েছে। তাই ভারতের সব ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবে। ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। খেলাটি হবে ২০ ফেব্রুয়ারি। ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা ওই দিনটির দিকে তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যে দুই দলের প্রাথমিক পর্যায়ের দল ঘোষণা করা হয়ে গেছে।

Advertisement

বাংলাদেশের অধিনায়ক বেশ বড় গলায় বলেছেন, প্রতিপক্ষ যত শক্তিশালী দল হোক না কেন, তাদের টেক্কা দিতে কোনও ভাবেই পিছিয়ে থাকবেন না। মনে রাখতে হবে প্রত্যেকটি দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। আবারও বলছি, বাংলাদেশ ট্রফি জেতার ক্ষমতা রাখে।

Advertisement

তিনি আরও বলেছেন, ‘দলের প্রত্যেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখে রয়েছে। নিজের দক্ষতার উপরেও বিশ্বাস রাখছে। আমরা কঠোর পরিশ্রম করে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা হবে। আশা করি নিজেদের লক্ষ্যপূরণ করতে পারব বলে বিশ্বাস।’

নাজমুলের মতে, দলের ১৫ জন সদস্যের প্রত্যেকে একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তিনি বলেছেন, ‘১৫ জন ক্রিকেটারকে নিয়েই আমি আত্মবিশ্বাসী। যে কেউ যে কোনও দিন দলকে জেতাতে পারে। কিছু দিন আগেও আমাদের দলে ভাল মানের পেসার ছিল না। এখনকার শক্তিশালী পেস বিভাগ রয়েছে। আগে লেগস্পিনার ছিল না। এখন আছে। আমাদের দলে ভালই ভারসাম্য রয়েছে।’

বাংলাদেশ যতই হুঙ্কার দিক না কেন, রোহিত শর্মা ব্রিগেড এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর। তাই রোহিত শর্মারা ভারতকে জয় তুলে দেওয়ার জন্য সবরকম চেষ্টা করবেন। ভারতীয় দলে যশপ্রীত বুমরার মতো সেরা বোলারকে পাওয়া যাবে কিনা, এখনও সন্দেহ রয়েছে। তবে রিহ্যাবে থাকা চিকিৎসকরা আশা প্রকাশ করছেন, প্রথম কয়েকটি ম্যাচে তিনি খেলতে না পারলেও পরবর্তী ক্ষেত্রে তাঁকে দেখা যেতে পারে। সেই আশাতেই বুমরার সতীর্থ ক্রিকেটাররা অপেক্ষায় রয়েছে।

Advertisement