• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিক্ষককে ১৮ বার চড় প্রিন্সিপালের, ভাইরাল ভিডিও

শিক্ষককে ১৮ বার চড় প্রিন্সিপালের। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। গুজরাতের ভারুচ জেলার এই ঘটনা ঘিরে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে।

প্রতীকী ছবি

শিক্ষককে ১৮ বার চড় প্রিন্সিপালের। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। গুজরাতের ভারুচ জেলার এই ঘটনা ঘিরে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। নবাগ স্কুলের অধ্যক্ষ হিতেন্দ্র সিং ঠাকোর স্কুলে সহশিক্ষক রাজেন্দ্র পারমারকে চড় মারেন বলে অভিযোগ। পারমারের গণিত ও বিজ্ঞানের পাঠ পরিচালনা নিয়ে অভিযোগ এসেছিল। সেই থেকেই দু’জনের মধ্যে বিরোধের সূত্রপাত বলে জানা গিয়েছে।

ঠাকোর পারমারের বিরুদ্ধে ক্লাসে অনুপযুক্ত আচরণ এবং খারাপ ব্যবহারের অভিযোগ করেছিলেন। পাল্টা পারমারের অভিযোগ, স্কুলের মিটিংয়ে রাগের মাথায় অধ্যক্ষ তাঁর উপর হামলা চালান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা শিক্ষা আধিকারিক স্বাতিবা রাউল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কোনও ব্যবস্থা নেওয়ার আগে শিক্ষা পরিদর্শক একটি প্রতিবেদন জমা দেবেন। আপাতত দুই শিক্ষককেই সতর্ক করেছে শিক্ষা দপ্তর।

Advertisement

গোটা ঘটনার জন্য হিতেন্দ্রকেই দায়ী করেছেন রাজেন্দ্র পারমার। তাঁর বক্তব্য, সব শিক্ষকদের নিয়ে একটি বৈঠক চলাকালীন হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন হিতেন্দ্র, তারপরই তাঁকে মারতে শুরু করেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাজেন্দ্রকে কার্যত টেনে-হিঁচড়ে মাটিতে নামানোর চেষ্টা করছেন হিতেন্দ্র। তারপর তাঁকে একটা বা দুটো নয়, ১৮টি চড় মেরেছেন। ওই ঘরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য।

Advertisement

Advertisement