মহমেডান স্পোর্টিংয়ের হারের পর হার। আইএসএল ফুটবলে আবার পরপর তিনটি ম্যাচে হেরে গিয়ে হারের হ্যাটট্রিক করল মহমেডান। শনিবার মহমেডান স্পোর্টিং লড়াই করতে নেমেছিল হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। স্বাভাবিকভাবে ঘরের মাঠে খেলতে হায়দরাবাদেরই দাপট থাকবে, এটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত হায়দরাবাদ ৩-১ গোলে মহমেডান স্পোর্টিংকে উড়িয়ে দিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলে নিল। এই হারের ফলে মেহরাজউদ্দিন ওয়াডুর সাদা-কালো শিবির লিগ টেবলে সবার শেষে চলে গেল। অর্থাৎ মহমেডানের জায়গা হল ১৩ নম্বরে। যেখানে আশা করা গিয়েছিল সাদা-কালো ব্রিগেড জোরদার লড়াই করে হায়দরাবদের বিরুদ্ধে অন্তত একটা পয়েন্ট তুলে আনবে।
এই মুহূর্তে মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ পদত্যাগ করেন। শোনা গিয়েছিল, কোচের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে। তিনি নাকি আবার ফিরবেন। তবে এখনও দেখা মেলেনি। এদিন হারলেও মহমেডান স্পোর্টিং খুব যে খারাপ খেলেছে যা বলা যাবে না। তবে বিপক্ষের গোলমুখের সামনে ব্যর্থতা এবং আক্রমণের সময় ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে মহমেডানকে। মহমেডান প্রথম গোলটি হজম করতে হয়েছে গোলকিপার ভাস্কর রায়ের ভুলে। ডান দিক থেকে বল ভাসিয়েছিলেন মহম্মদ রফি। সেই সেন্টার থেকে চকিতে শট নিয়েছিলেন অ্যালান মিরান্ডা। গোলের থেকে ভাস্কর অনেকটাই এগিয়ে ছিলেন। তবু বল এসেছিল তাঁর দিকেই। জোরালো শট অনায়াসে ফিস্ট করে উড়িয়ে দিতে পারতেন। তা না করে ধরতে গিয়ে বল হাত ফস্কে জালে জড়িয়ে যায়। মহমেডানের বেশির ভাগ আক্রমণই হচ্ছিল আলেক্সিস গোমেজের পাস থেকে। ৩৮ মিনিটের মাথায় জোডিংলিয়ানা রালতের পাস পেয়েছিলেন গোমেজ। দুর্বল শটে গোল হয়নি।
Advertisement
প্রথমার্ধ শেষের একটু আগে বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল হায়দরাবাদ। সরাসরি ফ্রিকিকে গোল করেন রামলুনচুঙ্গা। দ্বিতীয়ার্ধে মহমেডানের মাকান ছোটে গোল করে ব্যবধান কমালেও সংযুক্তি সময়ে জোসেফ সানির গোলে মহমেডানের পয়েন্ট পাওয়ার আশা ব্যর্থ হয়ে যায়।
Advertisement
Advertisement



