• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল শ্রীমতি ঋতুপর্ণা চ্যাটার্জি তার বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের নানা ক্ষেত্রে নানা রকম কৃতিত্বের কথা তুলে ধরেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান চেনার সেতু তৈরি করে আমাদের চারপাশের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে এবং যার ভিত তৈরি হয় ছোটবেলা থেকেই। দিল্লি পাবলিক স্কুল (জোকা) সাউথ কলকাতাও ঠিক এই একই লক্ষ্য নিয়ে সারা বছর নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে সব থেকে প্রত্যাশী অনুষ্ঠান হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিজালিস। ২১ ডিসেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান পবন আগরওয়াল, ডিরেক্টর দীপক আগরওয়াল এবং শ্রীমতি বেলা আগরওয়াল। প্রথম দিন মন্ত্রী দিলীপ মন্ডল, বিধায়ক মোহন নস্কর, নীলিমা মিস্ত্রি বিশাল (দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সভাপতি) প্রমুখদের উপস্থিতিতে এই আনন্দ সন্ধ্যা আরো উজ্জ্বল হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল শ্রীমতি ঋতুপর্ণা চ্যাটার্জি তার বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের নানা ক্ষেত্রে নানা রকম কৃতিত্বের কথা তুলে ধরেন। বিদ্যালয়ের নানা রকম প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সঙ্গীত, লোকনৃত্য, এছাড়াও বিভিন্ন রকমের নৃত্য, হিন্দি নাটক, বাংলা শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। ২২ ডিসেম্বর দ্বিতীয় দিনে নরেশ গুপ্তা (ব্রাঞ্চ ম্যানেজার, কলকাতা ষ্টিল অথরিটি অফ ইন্ডিয়া)-র উপস্থিতিতে আনন্দ সন্ধ্যা আরো উজ্জ্বল হয়ে ওঠে।

Advertisement

Advertisement

Advertisement