• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ফের মোদীকে খুনের হুমকি, নেপথ্যে আজমের যোগ

গত কয়েকমাস ধরে মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরে একের পর এক হুমকি দিয়ে ভুয়ো বার্তা আসছে। নভেম্বরের শেষের দিকেই প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বার্তা গিয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এএনআই

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের একটি হোয়াটসআপ মেসেজে এই বার্তাটি পাঠিয়েছে কোনও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ওই হুমকি বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বার্তাটিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ এখনই মুখ খুলতে নারাজ। কারণ, মুম্বই পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাদকাসক্ত হয়ে এই হুমকি দিয়ে থাকতে পারে।

তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা যে নম্বর থেকে এই হুমকি বার্তা পাঠিয়েছে, সেটি চিহ্নিত করা হয়েছে। নম্বরটি রাজস্থানের আজমেরের বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মুম্বই পুলিশ অভিযুক্তের নাগাল পেতে রাজস্থানে হানা দিয়েছে।

Advertisement

প্রসঙ্গত গত কয়েকমাস ধরে মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরে একের পর এক হুমকি দিয়ে ভুয়ো বার্তা আসছে। নভেম্বরের শেষের দিকেই প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বার্তা গিয়েছিল। সেই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে জানা যায়, ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে। গত অক্টোবর মাসে পুনে পুলিশের কাছেও একই ফোন গিয়েছিল। সেই ঘটনায় ৩৮ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের কন্ট্রোল রুমে ওই মহিলা ফোন করে দাবি করেছিল, একটি ফ্ল্যাটে বসে কয়েকজন দুষ্কৃতী প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছে। এছাড়া গত জুলাই মাসেও একই ফোন আসে। সেই ফোনে দুষ্কৃতীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে মুম্বই পুলিশকে ফোন করে। এদিকে দিন দশেক আগে বলিউড অভিনেতা সলমন খানকেও খুনের হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছিল দুষ্কৃতীরা। ক্রমাগত এই হুমকি ফোনে নাজেহাল মুম্বই পুলিশের আধিকারিকরা।

Advertisement

Advertisement