• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাহুলের হাস্যকর আউট ভাবতেই পারা যায় না

অস্ট্রেলিয়া এ ব্যাট করার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। সেই ইনিংসের ৪৩তম ওভারে মার্কাস হ্যারিস ব্যাট করছিলেন। বল করছিলেন তানুশ কোটিয়ান। স্পিনারের বল হ্যারিসের ব্যাট ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো দেবদত্ত পাড়িক্কলের হাতে।

এভাবেই আউট হয়েছেন কেএল রাহুল। ছবি: টুইটার

এ কী করলেন লোকেশ রাহুল? কী ভাবছিলেন তিনি? তা না হলে এইভাবে লোকেশ রাহুল আউট হয়ে যান? ১৮তম ওভারের প্রথম বলের সময় রাহুলের মাথায় কী চলছিল, সেটা গবেষণার বিষয় হতে পারে। মেলবোর্নে তিনি যে ভাবে আউট হলেন তা বিস্ময়কর, হাস্যকর। দেশের হয়ে ৫৩টি টেস্ট খেলা কোনও ব্যাটসম্যান যে এই ভাবে আউট হতে পারেন তা রাহুলকে না দেখলে বিশ্বাস করা যাবে না।

ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ় রয়েছে। তার আগে প্রস্তুতি নিতেই রাহুলকে আগেভাগে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম টেস্টে রোহিত শর্মার খেলার সম্ভাবনা কম। সেই জায়গায় রাহুলকে ওপেন করানোর ভাবনা রয়েছে ভারতীয় দলের। সেই কারণেই ভারত এ দলের হয়ে ওপেন করানো হয়। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের স্পিনার কোরে রোচ্চিকিয়োলির বলে রাহুল যে ভাবে আউট হলেন, তার পর তাঁকে প্রথম একাদশে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

রোচ্চিকিয়োলির নির্বিষ বল অফ স্টাম্পের বাইরে ড্রপ খেয়ে সামান্য বেঁকেছিল। ভারতের মাটিতে খেলে যাওয়া রাহুল বোধ হয় ভেবেছিলেন তিনি চিপক বা ওয়াংখেড়েতে ব্যাট করছেন। বল কতটা ঘুরতে পারে সেটার আন্দাজই করতে পারেননি। ব্যাট তুলে বল ছাড়ার জন্য দাঁড়িয়ে পড়েন রাহুল। তা-ও আবার পা ফাঁক করে। হয়তো ভেবেছিলেন বল লেগ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে চলে যাবে। কিন্তু তা হয়নি। বল ছিল মিডল এবং লেগ স্টাম্পের মাঝে। উইকেটের সামনে দাঁড়িয়ে থাকা রাহুলের দুই পায়ের ফাঁক দিয়ে বল গলে যায়। প্যাডের ধারে লেগে অফ স্টাম্পের বেল ফেলে দেয়। রাহুলের মধ্যে যদিও কোনও পরিবর্তন দেখা যায়নি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা তখন হাসছেন। ভাবছেন এমন ভাবেও আউট হওয়া যায়! রাহুল তখন নির্বিকার। তিনি সাধারণ ভাবেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। যেন এমন আউট তো যে কেউ হতে পারে।

Advertisement

অস্ট্রেলিয়া এ ব্যাট করার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। সেই ইনিংসের ৪৩তম ওভারে মার্কাস হ্যারিস ব্যাট করছিলেন। বল করছিলেন তানুশ কোটিয়ান। স্পিনারের বল হ্যারিসের ব্যাট ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো দেবদত্ত পাড়িক্কলের হাতে। কিন্তু আম্পায়ার আউট দেননি। হ্যারিসও ক্রিজ় ছাড়েননি। আম্পায়ারের মনে হয়নি বল হ্যারিসের ব্যাটে লেগেছে। সেই সময় তিনি ৪৮ রানে ব্যাট করছিলেন। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় তিনি মাঠ ছাড়েননি। হ্যারিস আউট হন ৭৪ রানে। প্রসিদ্ধ কৃষ্ণ তাঁকে আউট করেন।

ভারত এ প্রথম ইনিংসে ১৬১ রানের বেশি করতে পারেনি। অস্ট্রেলিয়া এ করে ২২৩ রান। দ্বিতীয় ইনিংসে ভারত এ ৫ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে। অভিমন্যু ঈশ্বরণ ১৭ রানের বেশি করতে পারেননি। ১৯ রান করে ক্রিজ়ে রয়েছেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে তিনিই একমাত্র রান করেছিলেন। জুরেলের সঙ্গে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি। তিনি ৯ রানে অপরাজিত। ভারত এ এগিয়ে রয়েছে ১১ রানে। চাপের মধ্যে রয়েছে ভারত।

Advertisement