দ্বিতীয় দামি ভ্যাকসিন স্পুৎনিক ভি, প্রতি ডােজের দাম ৯৯৬ টাকা

স্পুৎনিক ভি দু’ডােজের টিকা, যা কোভিড-১৯ ভাইরাস দমনে ৯১ শতাংশ কার্যকারী-বিশ্বের জনপ্রিয় মেজিকেল জার্নাল ল্যানসেটে উল্লেখ করা হয়েছে।

Written by SNS Delhi | May 15, 2021 11:39 pm

স্পুটনিক (ছবিঃ SNS)

আগামি সপ্তাহ থেকে ভারতে স্পুৎনিক ভি টিকা ব্যবহার শুরু করা হবে। স্পুৎনিক ভি দু’ডােজের টিকা, যা কোভিড-১৯ ভাইরাস দমনে ৯১ শতাংশ কার্যী-বিশ্বের জনপ্রিয় মেজিকেল জার্নাল ল্যানসেটে উল্লেখ করা হয়েছে।

ভারতে প্রতি ডােজের দাম জিএসটি নিয়ে পড়বে ৯৯৫.৪০ টাকা। ডক্টর রেডিড ল্যাবরেটরি থেকে বলা হয়েছে, ‘সংস্থার পক্ষ থেকে দেশে স্পুৎনিক ভি টিকা চালু করা হয়েছে। দেশে এই মুহুর্তে যে টিকাগুলাে ব্যবহার হচ্ছে, সেই গুলাের মূল্যের হিসেবে স্পুৎনিক ভি টিকা দ্বিতীয় মূল্যবান টিকা।

মস্কোর গামালিয়া রিসার্চ ইন্সটিটিউট অফ এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়ােলজির ত্রৈর দু’ডােজের স্পুৎনিক ভি টিকার ব্যবহার প্রণালী কোভিশিল্ডের মতােই। ডক্টর রেড্ডি ল্যাবরেটরি রাশিয়া থেকে ১,৫০,০০০ টিকার ডােজ পেয়েছে। আরও টিকা এসে পৌঁছবে।