ছয় দশকের রেকর্ড ভেঙে কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রি

Written by SNS April 30, 2024 1:20 pm

নিজস্ব প্রতিনিধি — ছয় দশকের রেকর্ড ভেঙে সোমবার কলকাতার তাপমাত্রা ছঁুল ৪২ ডিগ্রির ঘর৷ সোস্যাল মিডিয়ায় এই তৈরি হল মিম৷ এই শহরের সবচেয়ে উঁচু অ্যাপার্টমেন্ট ইংরেজিতে লেখা ৪২ -এর ছবির সঙ্গে ডিগ্রি সেলসিয়াসের ইউনিট জুড়ে দিয়ে সোস্যাল মিডিয়ায় ঘুরে বে.ডাল ছবি৷ সঙ্গে আশঙ্কার বার্তা– ভাগ্যিস কলকাতার সবচেয়ে উঁচু অ্যাপাটমেন্ট ৪৫ (ফর্টি ফাইভ) নয়! মানে আবহাওয়ায় পারদের উর্দ্ধগতি এখন শহরের হাইরাইজের সঙ্গে পাল্লা দিচ্ছে৷

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আগেই ৪২ ‌ি.ডগ্রির ঘর ছাড়িয়েছিল৷ আবহবিদদের পূর্বাভাস ছিল কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘর ছুঁতে পারে৷ সেই পূর্বাভাসকে সত্যি করে সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ কলকাতার তাপমাত্রা ছঁুয়ে দিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘর৷ আবহবিদদের দাবি, এই পরিস্থিতি আজ খেকে বহু বছর আগে, ১৯৬০ সালে সৃষ্টি হয়েছিল৷ সেই সময় এপ্রিলে তাপমাত্রা ৪২ ডিগ্রি হয়েছিল৷ সেই রেকর্ডকে সোমবার ছুঁয়ে ফেলল কলকাতা৷

রবিবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস৷ সন্ধের দিকে অবশ্য তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছিল৷ সোমবার সকাল থেকেই তিলোত্তমার তাপমাত্রা চড়তে শুরু করে৷ তারপর আরও কিছুটা বেড়ে সোমবার শহর কলকাতার তাপমাত্রা রেকর্ড করে ফেলল৷
আবহবিদরা বলছেন, কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আরও পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রা, দুই বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলাতে৷ বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবে৷ এমনকী উত্তরবঙ্গের ছয়টি জেলাতেও জারি থাকবে গরম৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই৷ তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়ায় দিতে পারে৷
মূলত উত্তর পশ্চিম দিক থেকে প্রচুর পরিমাণে উত্তপ্ত বাতাস ঢুকছে রাজ্যে৷ যার ফলে জলীয় বাষ্প ঢোকার জায়াগ পাচ্ছে না৷ ফলে শুকনো গরমে ঝলসে যাচ্ছে তিলোত্তমা৷ এদিকে প্রবল গরমের মধ্যে রবিবার শহরে বেশ কয়েক জায়গায় বিদু্যৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে৷