আহমেদাবাদ বিমানবন্দরে গ্রেপ্তার ৪ আইএসআই জঙ্গি

Written by SNS May 20, 2024 7:55 pm

ভদোদরা, ২০ মে– ভোটের মাঝেই বড় সাফল্য এটিএসের৷ গুজরাত জঙ্গি দমন বাহিনী (এটিএস) আইসিস সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করল৷ আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারজনকে গ্রেফতার করে৷ তারা প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক৷
এক সংবাদমাধ্যম জানিয়েছে, ৪ লঙ্কাবাসীকে গ্রেফতার করার পর তাদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে এটিএস৷ শ্রীলঙ্কা থেকে তারা চেন্নাই হয়ে আমেদাবাদে এসেছিল৷ তবে তারা আমেদাবাদে কী করতে এসেছিল, তা এখনও পরিষ্কার নয়৷ তবে স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, এই চারজনের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগাযোগ ছিল৷
সন্দেহভাজন আইসিস জঙ্গিদের গ্রেফতার করা হয় এমন সময় যখন এই বিমানবন্দরেই কোয়ালিফায়ার এবং এলিমিনিটর ম্যাচের জন্য তিন আইপিএল টিমের নামার কথা ছিল৷ গ্রেফতারের পরপরই বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷

উল্লেখ্য, গত মার্চে দুই শীর্ষ আইসিস জঙ্গিকে বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয়েছিল৷ এই দুজন ভারতে জঙ্গি সংগঠনে নিয়োগ, তহবিল গঠন এবং জঙ্গি হামলার ছক তৈরি করত৷ দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক ব্যবহার করে হামলার পরিকল্পনা কার্যকর করাই এদের কাজ ছিল৷ তারও আগে গতবছর অক্টোবরে শাহনওয়াজ ওরফে শফি উজ্জামা নামে এক আইসিস জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ এনআইএ-র খাতায় দীর্ঘদিন ধরে তার নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল৷ তাকে ধরে দিতে পারলে ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল৷