কলকাতায় তাপপ্রবাহ ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে

Written by SNS April 27, 2024 12:24 pm

নিজস্ব প্রতিনিধি– হাঁসফাঁস গরম থেকে রেহাই পাওয়ার উপায় নেই কোনও৷ কলকাতা যেন হয়ে গিয়েছে তপ্ত মরুশহর৷ চারিদিকে চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে সকলের৷ সকাল হতে না হতেই সূর্যের গনগনে তেজ যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে৷ দুপুর গড়াতেই তাপপ্রবাহ চরমে পেঁৗছচ্ছে৷ এমনকি রেহাই নেই সন্ধেবেলাও৷ সন্ধ্যাবেলাতেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গরম হাওয়া৷ এমন পরিস্থিতিতে রাজস্থানকেও টেক্কা দিচ্ছে কলকাতা, তেমনটাই বলছে আবহাওয়ার রিপোর্ট৷ রাজস্থানের জয়পুর যেখানে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে সেখানে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস৷ অন্যদিকে, কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং রিয়েল ফিল আরও বেশি৷

আবহাওয়া অফিসের রির্পোট অনুযায়ী, ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে তাপপ্রবাহ৷ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে তীব্র থেকে অতি তীব্র তাপমাত্রা৷ সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা৷ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে স্বস্তি নেই উত্তরেও৷ দুই দিনাজপুর এবং মালদহে আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে তাপপ্রবাহ৷ জারি করা হয়েছে কমলা সতর্কতা৷ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে থাকবে তীব্র গরম সঙ্গে অস্বস্তি৷ আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ তবে জলপাইগুড়িতে বৃষ্টি হলেও অস্বস্তি কমার কোনও ইঙ্গিত নেই৷

গোটা এপ্রিল মাস জুড়েই দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ এমতাবস্থায় গরম কমার কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর, বরং গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে তারা৷ আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার জানিয়েছে, শনিবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে অন্তত ১ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস৷ সঙ্গে তাপপ্রবাহ তো রয়েছে৷ ২৮ এপ্রিল রবিবার থেকে কলকাতার তাপমাত্রা রোজই ৪২ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় থাকবে তীব্র গরম সঙ্গে অসহনীয় অস্বস্তি৷ আগামী ৩০ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পাঁশকুড়ার তাপমাত্রা ছঁুতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস৷ তাপপ্রবাহ থেকে বাঁচবে না দক্ষিণবঙ্গের কোনও জেলাই৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া, বীরভূম জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা৷

আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে৷ কলকাতায় দিনভর ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে৷ সঙ্গে চলবে তীব্র তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম৷ শনিবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি চরমে পেঁৗছাবে৷ ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও৷