ঝড়বৃষ্টিতে নিহত ১২, শোক মুখ্যমন্ত্রীর

Written by SNS May 8, 2024 11:54 am

নিজস্ব প্রতিনিধি — সোমবারের ঝড়বৃষ্টি প্রাণে আরাম দিলেও কেড়ে নিল বেশ কয়েকটি প্রাণ৷ সোমবার জেলায় জেলায় বজ্রবিদু্যৎসহ ঝড়বৃষ্টি হয়েছে৷ ঝোড়ো হাওয়ার দাপটে কোথাও গাছ ভেঙেছে, কোথাও উড়েছে বাড়ির চাল৷ দুর্যোগে পাঁচ জেলার ১২ জনের মৃতু্য হয়েছে৷ মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ একই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার জন্য প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন৷ সোমবারের বিপর্যয়ে মৃতু্য নিয়ে মুখ্যমন্ত্রী জানান, পূর্ব বর্ধমানে পাঁচ, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে চারজনের মৃতু্য হয়েছে৷ এছাড়া নদিয়াতে ইটভাটার দেওয়াল চাপা পড়ে দুজনের ও দক্ষিণ চব্বিশ পরগণাতে একজনের মৃতু্য ঘটেছে৷

এদিকে সোমবারের পরে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জায়গায় সামান্য হলেও বৃষ্টিপাত হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদু্যৎসহ বৃষ্টিপাত চলবে৷ তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে৷