‘তৃণমূলের খেলা শেষ’! ব্যাট হাতে ফুরফুরে মেজাজে সেলিম, কটাক্ষ তৃণমূলের

Written by SNS May 8, 2024 12:57 pm

নিজস্ব প্রতিনিধি— সকালে ‘ভুয়ো’ এজেন্টকে ‘মাঠে’র বাইরে পাঠিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম৷ তার কয়েক ঘণ্টা পরে, ব্যাট হাতে নেমে পড়লেন দুর্গ আগলাতে, খেললেন চালিয়ে৷ জানিয়ে দিলেন, ‘‘তৃণমূলের খেলা শেষ!’’ মঙ্গলবার আক্রমণাত্মক মেজাজেই দেখা গেল ব্যাটার সেলিমকে৷ ভোটের দিন তিনি যেন বেশ ফুরফুরে মেজাজে৷ শুধু নিজেই খেললেন না, প্রধান প্রতিপক্ষ তৃণমূলের খেলা যে ইতিমধ্যে শেষ, এমন জোরালো দাবিও করলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী৷ পাল্টা, সেলিমের বিরুদ্ধে ‘গুন্ডামি’ করার অভিযোগ তৃণমূলের৷ তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদ আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম৷ সকাল থেকে একাধিক জায়গায় ভোট প্রভাবিত করার অভিযোগ আসছিল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ খবর পেতেই প্রায় সব জায়গাতেই ছুটে গিয়েছেন বাম প্রার্থী৷ ভোটকেন্দ্রের আশপাশ থেকে তৃণমূলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া থেকে শুরু করে ভুয়ো এজেন্ট পাকড়াও করেছেন ‘সক্রিয়’ সেলিম৷ বেলা গডি়য়ে দুপুর হতেই খোশমেজাজে ক্রিকেট খেলতে নেমে পডে়ন তিনি৷ ডোমকলে তিনি ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের সঙ্গে৷ ব্যাট হাতে খোশমেজাজেই চালিয়ে খেলতে দেখা গেল সেলিমকে৷ এবিষয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল আর মাঠে নেই৷ মানুষের রায়ে গণতান্ত্রিক ভাবে ওরা বাতিল হবে, এটা বুঝে গিয়েছে৷ ওদের ভোট কারচুপির খেলা শেষ, তাই আমরাই একটু খেলছি৷’’ এর পাল্টা তৃণমূল প্রার্থী আবু তাহের খান বলেন, ‘‘সেলিম সাহেব একটু বেশিই খেলে ফেললেন৷ গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই৷’’

মুর্শিদাবাদের ইসলামপুরে ভুয়ো এজেন্টকে ধরলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম৷ বুথের মধ্যে ঢুকে তিনি ভুয়ো এজেন্টকে হাতেনাতে পাকড়াও করেন৷ বুথে মোট চারজন এজেন্ট ছিল৷ তার মধ্যে একজন তৃণমূলের৷ আর বাকিরা নির্দলের বলে জানা যায়৷ বিরোধী দলের এজেন্টের বুথে ঢুকতে না দিয়ে, তৃণমূল বাকিদেরকে বসিয়ে রেখেছে বলে অভিযোগ সিপিএমের৷ তারপরেই কাগজপত্র দেখে বুথের ভিতর থেকে একজন ভুয়ো এজেন্টকে ধরে ফেলেন মহম্মদ সেলিম৷ তারপরে তাঁকে পুলিসের হাতে তুলে দেন৷ ওই ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিস৷ এই ঘটনার পর সেলিমকে গো-ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ভোটাররা৷ মুর্শিদাবাদের লোচনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ৩৯ নম্বর বুথের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটে৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সারিকুল ইসলাম৷ এই ঘটনার জেরে পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে ঘিরে গো-ব্যাক স্লোগান৷ ভোটারদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন তিনি৷