চোট নিয়ে চেন্নাইয়ের হয়ে এখনও খেলে চলেছেন ধোনি

Written by SNS May 8, 2024 12:17 pm

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপারকিংস বলতেই মহেন্দ্র সিং ধোনি৷ আর চেন্নাই দলের জার্সির রংই হল হলুদ৷ চেন্নাই দলের অধিনায়ক হিসেবে ধোনি যতদিন মাঠে নেমেছেন, ততদিন সমস্ত সমর্থকরা ধোনি নামে জার্সি গায়ে মাঠে হাজির হয়েছেন৷ ভিড় করেছেন গ্যালারির চারদিকে৷ বর্তমানে ধোনি অধিনায়ক না হলেও, ধোনির টানেই এখনও মাঠে ভিড় হয়৷ কিছুদিন আগে পায়ে চোট পেয়েছিলেন ধোনি৷ সেই চোট এখনও পুরোপুরি নিরাময় হয়নি৷ হয়তো সেই কারণেই তিনি এখন বেশিক্ষণ ব্যাট করতে পারছেন না৷ পা.ঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই দল খেলতে নামে যখন, তখন দেখা গেল ধোনি ৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন৷ অনেকেই অবাক হয়ে গেলেন৷ কেন তিনি ৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামলেন, তাই নিয়ে সমালোচনা কম ছিল না৷ অনেকে বলতে শুরু করেন, ধোনি এখন আর দায়িত্ব নিয়ে খেলতে চাইছেন না৷ আসলে ধোনি প্রথমে ব্যাট করতে নামা মানেই চার আর ছক্কা দেখা৷ কেন ধোনি মাঠে আগে ব্যাট করতে নামছেন না, এই প্রসঙ্গ তুলে চেন্নাইয়ের এক কর্মকর্তা বলেন, আসলে জানতে হবে দলের স্বার্থে এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য তাঁর বিরাট স্বার্থত্যাগ রয়েছে৷ অবশ্য এটা সত্যি কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে, ধোনির পায়ে পেশী ছিড়ে গিয়েছে৷ সেই কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে ব্যাট করা তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠছে না৷

পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও পর্যন্ত পেশীর টান নিয়েও খেলে চলেছেন৷ সেটাও কিন্ত্ত একটা দেখার বিষয়৷ গতবারের আইপিএল ক্রিকেটের পরে ধোনির পায়ে অস্ত্রোপচারও হয়েছিল৷ কিন্ত্ত সেই অস্ত্রোপচার খুব সম্ভবত সফল হয়নি৷ তাই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি৷ উল্টো পায়ের পেশীতে টান ধরে গেছে৷ ডেভন কনওয়ে চোট পেয়ে আইপিএল থেকে বাদ গিয়েছেন৷ তিনি থাকলে হয়তো উইকেটরক্ষক হিসেবে ধোনিকে দেখতে পাওয়া যেত না৷ তাঁর পক্ষে সুবিধাও হত৷ কিন্ত্ত সেটা হচ্ছে না৷ সেই কারণে চোট নিয়েই খেলতে হচ্ছে ধোনিকে৷