• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মিশরে গাজা শান্তি সম্মেলনে মেলোনির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

‘সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না?’ 

ফাইল চিত্র

সোমবার অবশেষে গাজায় শান্তি ফেরার পর হামাস এবং ইজরায়েল দু’পক্ষ থেকে মুক্ত করা হয়েছে পণবন্দীদের। সোমবার মিশরে গাজা শান্তি সম্মেলনে বক্তৃতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পিছনে দাঁড়িয়েছিলেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরা। বক্তব্য রাখতে রাখতে আচমকাই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বলেন, ‘সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।‘ ট্রাম্পের কথা শুনে হাসতে দেখা যায় মেলোনিকে। অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরও এই মন্তব্য শুনে হাসতে দেখা গিয়েছে।

গুরুগম্ভীর রাজনৈতিক বক্তৃতা দিতে দিতে আচমকা ট্রাম্প বলেন, ‘আমেরিকায় আপনি যদি কোনো মহিলাকে সুন্দরী বলেন তাহলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমি সেটা বলার সুযোগ নিচ্ছি।‘ এরপর তিনি মেলোনিকে ‘সুন্দরী’ বলেন। তিনি মেলোনিকে একজন ‘সফল রাজনীতিক’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘মেলোনি অসাধারণ মানুষ। ইতালির মানুষ তাঁকে প্রচণ্ড শ্রদ্ধা  করেন। তিনি ভীষণ সফল একজন রাজনীতিক।‘ ট্রাম্প মেলোনিকে মিশরের গাজা সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

Advertisement

উল্লেখ্য, মিশরের গাজা শান্তি সম্মেলনে যোগ দিয়েছিলেন ৩০ জন রাষ্ট্রনেতা। তাঁদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিই একমাত্র মহিলা রাষ্ট্রনেতা। ট্রাম্প এর আগেও অনেকবার মেলোনির প্রশংসা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মেলোনির সুসম্পর্ক রয়েছে। ২০২৪ সালের জুন মাসে ইতালিতে জি৭ বৈঠক বসেছিল। বৈঠকের মাঝে মেলোনি মোদীর সঙ্গে সেলফি তোলেন এবং সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মেলোডি টিমের পক্ষ থেকে স্বাগতম’। মেলোনি এবং মোদীর নাম জুড়ে তৈরি করা ‘মেলোডি’  শব্দটি এরপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে। মোদী মেলোনির স্মৃতিকথার ভূমিকাও লিখে দিয়েছিলেন।

Advertisement

Advertisement