পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন যে, পাকিস্তান একইসঙ্গে ভারত এবং আফগানিস্তান, দু’টি দেশের সঙ্গে লড়তে প্রস্তুত। তিনি বলেছেন যে, একসঙ্গে দুই শত্রুপক্ষের সঙ্গে লড়তে আল্লাহ তাঁদের সাহায্য করবেন।
দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পরের দিনই বোমা বিস্ফোরণ ঘটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেই ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটে। এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এরপরই শোনা যায় পাক-প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য। তিনি একটি অনুষ্ঠানে বলেন, ‘আমরা একসঙ্গে দুই পক্ষের সঙ্গে লড়তে প্রস্তুত। আমরা পূর্ব এবং পশ্চিম সীমানায় একসঙ্গে লড়তে পারি। আল্লাহ প্রথমবার আমাদের সাহায্য করেছেন, দ্বিতীয়বারও করবেন।‘ খোয়াজা আসিফের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে নানান কূটনৈতিক জল্পনা।
Advertisement
পহেলগাম হামলার পর ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের উপর যে কোনও আক্রমণকে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঈঙ্গিত হিসাবে ধরা হবে। ভারতের তরফ থেকে দিল্লি বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করা হয়েছে। এই হামলার পর ভারত দ্বিতীয়বার অপারেশন সিঁদুরের মতন কোনও অভিযান চালাতে পারে কিনা সেই বিষয় নিয়েও শুরু হয়েছে জল্পনা।
Advertisement
Advertisement



