যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আগ্রাসী বাণিজ্যনীতির পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে পদার্পণের পরই একাধিক দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন তিনি। সোমবার (ভারতীয় সময়) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, তাঁর প্রথম মেয়াদেই এই পরিকল্পনা ছিল, কিন্তু করোনা অতিমারির কারণে তা বাস্তবায়িত সম্ভব হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘অনেক আগেই আমাদের এটা করা উচিত ছিল। প্রথম দফায় চিনের উপর বাড়তি শুল্ক চাপিয়েছিলাম, কিন্তু বাকি দেশগুলোর ক্ষেত্রে তা করা যায়নি কোভিডের কারণে। এবার সেই ভুলের জায়গা নেই।’ ট্রাম্পের বক্তব্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে, এমন দেশগুলোর ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হচ্ছে।
Advertisement
অন্যদিকে, সব দেশের পণ্যের উপর গড় ১০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে। ২ এপ্রিল ওয়াশিংটন থেকে বিভিন্ন দেশের জন্য নির্ধারিত শুল্কহার ঘোষণা করা হয়। যদিও তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল সমঝোতার সুযোগ দিয়ে। আগস্টে তা কার্যকর হয়। এরপর ট্রাম্প নতুন করে কয়েকটি দেশের উপর শুল্কহার ঘোষণা করেছেন। এর মধ্যে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। তবে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
শুল্কনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতি ফেরানোর পরিকল্পনার কথাও স্পষ্ট করেছেন ট্রাম্প। তাঁর দাবি, এই শুল্ক থেকে বিপুল রাজস্ব আসবে, যার সাহায্যে যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। প্রেসিডেন্টের ভাষায়, ‘আমরা ঋণ পরিশোধ করতে চলেছি। দেশ এত টাকা আগে কখনও দেখেনি। বহু বছর আগে এটা হওয়া উচিত ছিল।’
শুধু অর্থনীতি নয়, বাণিজ্যকে আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার হিসেবেও কাজে লাগাতে চান ট্রাম্প। নিজের প্রথম মেয়াদের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ তিনি ‘বাণিজ্য কূটনীতি’ দিয়েই রুখেছেন বলে ফের দাবি করেন। নতুন শুল্কনীতিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি বিশ্ববাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে দেখছেন ট্রাম্প।
তবে বিশ্লেষকদের মতে, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা বাড়তে পারে, যা ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে – ট্রাম্পের এই শুল্কনীতি কোথায় গিয়ে দাঁড়ায় এবং এর জবাবে অন্যান্য দেশ কী পদক্ষেপ করে।
Advertisement



