ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধ করে দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলাও দায়ের হয়েছে। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও একই পথে হেঁটেছিল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লেবার ইউনিয়নের পক্ষ থেকে একটি মামলাটি দায়ের করা হয়েছি। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং পড়ুয়াদের কণ্ঠরোধ করতে চাইছে ট্রাম্প সরকার।
সে জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সম্প্রতি ক্যাম্পাসের ভেতরে ইজরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জেরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানার কথা ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। এরপরই এই অনুদান বন্ধের অভিযোগ উঠল। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস বা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু খোলসা করা হয়নি।
Advertisement
এর আগে প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। হার্ভার্ড এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এ নিয়ে বিশেষ ভূমিকা পালন করে। তবে সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও। অনেকের মতে তা সহ্য হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নেন মার্কিন প্রশাসন। ট্রাম্পের মতে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের নাম করে ইহুদি বিদ্বেষে ছড়ানো হয়েছিল।
Advertisement
Advertisement



