• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংস, দাবি ইউক্রেনের

ইউক্রেনের দাবি, অন্তত ৪০টি রুশ সামরিক বিমান ধ্বংস করেছে তাঁরা। ওই বিমানগুলির মধ্যে রয়েছে টিইউ–৯৫ এবং টিইউ–২২। এই দুটিই যুদ্ধবিমান ।

রবিবার ইউক্রেনের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার খবর, রুশ বিমানঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালিয়েছে ইউক্রেন। ৪০ টিরও বেশি রুশ সামরিক বিমানকে ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে, দাবি ইউক্রেনের। অন্যদিকে এদিনই ইউক্রেনের সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত হেনেছে রাশিয়াও। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ইউক্রেনের দাবি, অন্তত ৪০টি রুশ সামরিক বিমান ধ্বংস করেছে তাঁরা। ওই বিমানগুলির মধ্যে রয়েছে টিইউ–৯৫ এবং টিইউ–২২। এই দুটিই যুদ্ধবিমান । সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই বিমানগুলি ব্যবহৃত হয়। এখনও পর্যন্ত ওই হামলায় ক্ষয়ক্ষতির বিশদ খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, রাশিয়ার মুরমানস অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটির কাছে এদিন দুপুরে বিস্ফোরণের তীব্র আওয়াজ শোনা গিয়েছে। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

Advertisement

Advertisement

Advertisement