চলতি বছরে নােবেল শান্তির জন্য মনােনয়ন পেলেন ট্রাম্প ও থুনবার্গ। চলতি বছরে নােবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে নােবেল কমিটির কাছে, তাদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ও জলবায়ু পরিবর্তন রেখার আন্দোলনে বহু পরিচিত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ।
রয়েছেন রাশিয়ার বিক্ষুব্ধ নেতা অ্যালেক্সেই ন্যাভলনিও। সংবাদ সংস্থা রয়টার্সের করা একটি সমীক্ষা এই খবর দিয়েছে। রবিবার ছিল নােবেল কমিটির কাছে মনােনয়ন জমা পড়ার শেষ দিন। নােবেল পুরস্কার প্রাপকদের নাম ঘােষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।
Advertisement
Advertisement
Advertisement



