হোয়াইট হাউসে শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি জেলেনস্কি শান্তিচুক্তিতে রাজি না হন, তাহলে তিনি তাঁর মতো লড়াই চালিয়ে যেতে পারেন। কিন্তু আমি এই যুদ্ধ থামিয়েই ছাড়ব। আগামী ২৭ নভেম্বরের মধ্যে ইউক্রেনকে রাজি হতেই হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘শান্তিচুক্তিই আমাদের চূড়ান্ত পদক্ষেপ নয়। যদি তা কার্যকর করতে কোনও জটিলতা তৈরি হয়, তাহলে অন্য পথও আমাদের কাছে রয়েছে। আমরা শান্তি স্থাপন করবই।’ এদিকে জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকা তাদের প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনকে ক্রমাগত চাপ দিচ্ছে। এই পরিস্থিতি ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় বলেও ব্যাখ্যা করেছেন জেলেনস্কি।
Advertisement
প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ট্রাম্প এই যুদ্ধ থামানোর চেষ্টা করলেও সুরাহা হয়নি। পুলিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। তাতেও কোনও সমাধান হয়নি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। এই আবহে এবার যুদ্ধ থামাতে জেলেনস্কিকে চাপ দিতে শুরু করল আমেরিকা।
Advertisement
Advertisement



