• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ইরাক, আলজিরিয়া ও লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ শুল্ক ট্রাম্প প্রশাসনের

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা যখন জোর কদমে চলছে, সেই আবহেই আরও ছ’টি দেশকে উচ্চ শুল্কের চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা যখন জোরকদমে চলছে, সেই আবহেই আরও ছ’টি দেশকে উচ্চ শুল্কের চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক, আলজিরিয়া এবং লিবিয়া থেকে আমদানি করা পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি ব্রুনেই ও মলডোভার পণ্যে ২৫ শতাংশ এবং ফিলিপিন্সের ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক চাপানো হবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর।

বুধবারই শেষ হয়েছে ট্রাম্পের ঘোষিত ‘পারস্পরিক শুল্ক স্থগিতাদেশ’-এর ৯০ দিনের সময়সীমা। যদিও মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, নতুন হারে শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট শুল্ক হার চূড়ান্ত করে এখন থেকেই তা চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এপ্রিলে ট্রাম্প প্রশাসন সব দেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তেই এবার পর্যায়ক্রমে পরিবর্তন আনা হচ্ছে।

Advertisement

এদিকে কিছু দেশের উপর চাপ কমানো হয়েছে। কাজাখস্তানের উপর শুল্ক ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। লাওসের শুল্ক ৪৮ শতাংশ থেকে কমে ৪০ শতাংশ, মায়ানমারের ৪৪ শতাংশ থেকে কমে ৪০ শতাংশ করা হয়েছে। তিউনিশিয়া, সার্বিয়া, কম্বোডিয়া এবং বসনিয়ার ক্ষেত্রেও শুল্ক হ্রাস করা হয়েছে উল্লেখযোগ্য হারে।

Advertisement

সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ‘ব্রিকস’ জোটভুক্ত দেশগুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের। যদিও চিন ইতিমধ্যেই ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলায় আপাতত ছাড় পাচ্ছে, ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ঘরোয়া বাজারকে চাঙ্গা রাখতে আমদানির উপর নির্ভরতা কমাতে চাইছেন ট্রাম্প। তবে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে চাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement