ফ্যাসিবাদ-বিরোধী অতি বামপন্থী গোষ্ঠী ‘অ্যান্টিফা’কে ‘ঘরোয়া জঙ্গি’ ঘোষণা করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প-ঘনিষ্ঠ বলে পরিচিত রক্ষণশীল নেতা চার্লি কির্ক খুন হওয়ার পরে অতি বামপন্থীদের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের অন্য সদস্য ও বিচার বিভাগে আলোচনা করবেন। সংশ্লিষ্ট সব পক্ষের সমর্থন পেলে তিনি এই পদক্ষেপের দিকে এগোবেন। সম্প্রতি ট্রাম্পপন্থী রক্ষণশীল নেতা চার্লি কির্ক খুন হন। এই ঘটনার পর থেকেই ট্রাম্প অতি বামপন্থীদের দায়ী করছেন। যদিও কির্কের মৃত্যুর সঙ্গে তাদের জড়িত থাকার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
Advertisement
ট্রাম্প বলেন, ‘অ্যান্টিফা খুবই বিপজ্জনক। ওদের মতো কিছু কট্টর গোষ্ঠী আমাদের দেশে আছে, যারা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।’ তবে তিনি ঠিক কোন ঘটনার কথা বলছেন, তা স্পষ্ট করেননি। ‘অ্যান্টিফা’ কোনও সংগঠিত দল নয়। এর কোনও সদস্য তালিকা বা নেতা নেই। তাই একে ‘ঘরোয়া জঙ্গি’ হিসেবে ঘোষণা করা কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠছে।
Advertisement
এর আগে একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘উগ্র বামপন্থীরা অনেক দিন ধরে চার্লির মতো ভালো মানুষদের নাৎসি বা অপরাধীদের সঙ্গে তুলনা করেছে। এই ধরনের কথা বলার ফলেই দেশে হিংসা বাড়ছে। এটা এখনই বন্ধ হওয়া উচিত।’ বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে ট্রাম্প বামপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। তবে অনেকেই আশঙ্কা করছেন, এই ধরনের বক্তব্য দেশে বিভাজন ও সংঘাত বাড়াতে পারে।
Advertisement



