রাশিয়ার সঙ্গে ক্রমশই আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ক্রমেই জটিল হচ্ছে। রুশ প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, আমেরিকা দু’টি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ (সাবমেরিন) রাশিয়ার কাছাকাছি সমুদ্রসীমায় মোতায়েন করেছে।
শুক্রবার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ লেখেন, ‘আশা করি এই ধরনের কথা অপ্রত্যাশিত পরিণতির দিকে যাবে না। গেলে তার ফল খুব একটা ভাল হবে না।’ একইসঙ্গে মেদভেদেভকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।’
Advertisement
গত কিছু দিন ধরেই ‘শুল্ক যুদ্ধ’ এবং ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাগ্যুদ্ধ চরমে উঠেছে। সম্প্রতি ট্রাম্প ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে মন্তব্য করে লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধঃপতনে নিয়ে যেতে পারে।’
Advertisement
ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণ ব্যবসা করি। তাদের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চতম। আর রাশিয়া-আমেরিকার মধ্যে কার্যত কোনও বাণিজ্যই নেই।’ এরই প্রেক্ষিতে দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দেন, ‘যাদের মৃত বলছেন, তাদের থেকেই আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না।’ এর উত্তরে ট্রাম্প মেদভেদেভকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলে কটাক্ষ করেন।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া যা করছে, তা অত্যন্ত বিরক্তিকর এবং সত্যিই জঘন্য।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমার বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে পশ্চিম এশিয়ায় অবস্থান করছেন এবং আগামী সপ্তাহে তিনি রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।’
প্রসঙ্গত, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই রুশ বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। ইউক্রেনের রাজধানী কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি উত্তরের সুমি, পূর্বের ডনবাস, জাপোরিঝিয়া, খারকিভ এবং ওডেসা অঞ্চলেও রুশ হামলা তীব্র হয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন পরমাণু ডুবোজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।
Advertisement



