• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুতিনের উপর আস্থা হারিয়ে ট্রাম্প জানালেন, আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না

রাশিয়া যুদ্ধ না থামালে শুল্ক বৃদ্ধির হুমকি, ভারতের উপর কী প্রভাব?

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামানোর বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। তাই, বন্ধু পুতিনের উপর আস্থা হারানো ট্রাম্প এবার কাউকেই বিশ্বাস করতে রাজি নন। সোমবার বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ব্রিটিশ সংবাদমাধ্যমে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আলোচনা প্রসঙ্গে তিনি নিজের হতাশার কথা তুলে ধরেন।

সোমবার বিবিসি-কে টেলিফোনে সেই সাক্ষাৎকার দেওয়ার আগে হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়ে দেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে ৫০ দিনের সমঝোতায় না-এলে বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবেন। সরাসরি মস্কোকে নিশানা না-করলেও ট্রাম্প আদতে রাশিয়াকে ভাতে মারার হুঁশিয়ারি দিয়েছেন। এমনটাই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

Advertisement

ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারিতে জল্পনা বাড়তে শুরু করেছে। অনেকে আশঙ্কা করছেন, ট্রাম্প এই পদক্ষেপ করলে ভারতের অর্থনীতিতে যথেষ্ট প্রভাব পড়বে। কারণ যেহেতু ভারত রাশিয়া থেকে ৮০ শতাংশ আমদানি করে, তাই ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপদে পড়তে পারে দিল্লি।

Advertisement

এদিকে সোমবারই ট্রাম্প আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন। তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। তিনি ন্যাটোর সদস্য দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, ‘আমরা চাই, ইউক্রেন যা করতে চাইছে, তা যেন করতে পারে।’

প্রসঙ্গত আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমটি ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, আপনি কি পুতিনকে বিশ্বাস করেন? এই প্রশ্নের উত্তর দিতে একটু সময় নেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’ কিন্তু কেন তিনি কাউকে বিশ্বাস করেন না, এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি বার বার চেষ্টা করেছেন। চারবার তাঁর সঙ্গে পুতিনের বোঝাপড়া প্রায় হয়ে গিয়েছিল। ট্রাম্প নিজেও এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন। তা সত্ত্বেও রুশ সেনা যে ভাবে ইউক্রেনের রাজধানী কিভের হাসপাতাল বা স্পর্শকাতর এলাকাগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে, তাতে পুতিনের উপর ‘হতাশ’ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement