ওষুধ আমদানির ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একাধিক সমাজমাধ্যম পোস্টে তিনি ঘোষণা করেন, আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আমেরিকায় আমদানিকৃত সমস্ত ওষুধের উপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। তবে, শুল্ক এড়াতে সংস্থাগুলিকে আমেরিকার মাটিতে কারখানা স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি নির্মীয়মাণ বা সদ্য শিলান্যাস হওয়া কারখানাও শুল্ক ছাড়ের আওতায় পড়বে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণার ফলে ভারত-সহ অন্যান্য দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর প্রবল চাপ সৃষ্টি হবে। উল্লেখ্য, ২০২৪ সালে ভারত আমেরিকায় ৩১,৬২৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছিল। চলতি বছরের প্রথম ছয় মাসেই রপ্তানির পরিমাণ পৌঁছেছে ৩২,৫০৫ কোটিতে। এই অবস্থায় আমদানি শুল্ক বৃদ্ধি ভারতীয় ওষুধ সংস্থাগুলির ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
Advertisement
ট্রাম্পের কথায়, ‘যে সব সংস্থা আমেরিকার বাইরে ওষুধ উৎপাদন করছে, তাদেরকে শুল্ক দিতে হবে। তবে যদি কোনও সংস্থা উৎপাদন কেন্দ্র আমেরিকায় গড়ে তোলে, তাহলে তারা এই শুল্ক থেকে রেহাই পাবে।’ বিশ্লেষকদের মতে, এতে করে বহুজাতিক সংস্থাগুলিকে আমেরিকায় উৎপাদন কেন্দ্র স্থাপনে বাধ্য করার কৌশল নিয়েছেন ট্রাম্প।
Advertisement
ওষুধ ছাড়াও রান্নাঘর ও স্নানঘরের সামগ্রী, আসবাবপত্র এবং পণ্যবাহী ট্রাক আমদানির উপরও শুল্ক বাড়ানোর ঘোষণা করেছেন তিনি। রান্নাঘর ও স্নানঘরের সামগ্রীর উপর ৫০ শতাংশ এবং আসবাবপত্রের উপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী বুধবার থেকে। এছাড়া বিদেশি পণ্যবাহী ট্রাক আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি, ‘আমাদের বাজারে বিদেশি পণ্যের দাপট মারাত্মক হারে বেড়ে গিয়েছে। আমাদের সংস্থাগুলিকে আর্থিক ভাবে মজবুত করতে এবং জাতীয় সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।’
বিশ্ববাজারে ট্রাম্পের এই ঘোষণার অভিঘাত কতটা পড়ে, তা সময়ই বলবে। তবে, ভারতীয় ওষুধ সংস্থাগুলির কাছে মার্কিন বাজারের গুরুত্ব অপরিসীম। এই সিদ্ধান্তের ফলে সেই বাজারে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন শিল্পমহল।
Advertisement



