• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

ট্রাম্প ও মাস্কের দ্বন্দ্ব প্রকাশ্যে, সুন্দর বিলের বিরোধিতায় দেশবাসীকে আহবান মাস্কের

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার জন্য ট্রাম্পকে শুরু থেকে সহযোগিতা করে এসেছেন মাস্ক। একপ্রকার তিনি ট্রাম্পের ছায়াসঙ্গী হয়ে ছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা ইলন মাস্কের সংঘাত বেড়েই চলেছে। এবার সরাসরি ট্রাম্পের সুন্দর বিলের বিরোধিতা করলেন মাস্ক। এজন্য তিনি আমেরিকার সাধারণ নাগরিকদের ডাক দিলেন। দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মাস্ক বলেন, ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে, বাতিল করুন ট্রাম্পের সুন্দর বিল’! তাঁদের আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করে এই বিল বাতিল করানোর কথা বললেন তিনি। এই বিলটিকে তিনি ‘ঋণের দাসত্ব’ করার বিল বলে অভিহিত করেছেন।

ট্রাম্প এই বিলের হয়ে প্রচার চালালেও মাস্কের এ হেন সমালোচনা যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। যদিও টেসলা কর্তা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেননি। তিনি এই বিলের বিরোধিতা করেছেন মাত্র। কিন্তু ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত মাস্কের এই বিল নিয়ে বিরোধিতা করার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধীরা। বিষয়টি নিয়ে বিরোধী দল ডেমোক্র্যাটের প্রতিনিধিরা সরব হয়েছে।

সূত্রের খবর, এই বিলে বৈদ্যুতিন গাড়ি উৎপাদন সংস্থাকে কর ছাড় দেওয়ার বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু মাস্কের টেসলা বিশ্বের অন্যতম বড় বৈদ্যুতিন গাড়ি উৎপাদন সংস্থা। সে কারণে তিনি সরকারের এই সিদ্ধান্ত মানতে না পেরে এ সব প্রচার করছেন বলে জানিয়েছে প্রশাসনের একটি সূত্র।

প্রসঙ্গত দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার জন্য ট্রাম্পকে শুরু থেকে সহযোগিতা করে এসেছেন মাস্ক। একপ্রকার তিনি ট্রাম্পের ছায়াসঙ্গী হয়ে ছিলেন। এক্স হ্যান্ডলে তাঁর হয়ে প্রচারের মাস্ককে দেশে ও আন্তর্জাতিক মহলে এমনকি নেট দুনিয়ার নাগরিকদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। ট্রাম্প বিপুলভাবে ক্ষমতায় আসার পর তাঁকে সমর্থন জানিয়ে তাঁর সরকারের অংশ হয়েছিলেন টেসলা কর্তা। কিন্তু সময় বদলেছে। ট্রাম্পের এই ব্যয় সংক্রান্ত বিল নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছেন মাস্ক। ট্রাম্প যেখানে বিলটিকে ‘বড় সুন্দর’ বলে ব্যাখ্যা করে চলেছেন, তখন মাস্কের দাবি, এই বিল আইনে পরিণত হলে আমেরিকার দেনা বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে মাস্ক লিখেছেন, ‘নিজের সেনেটরকে বলুন, কংগ্রেস সদস্যদের বলুন, আমেরিকাকে দেউলিয়া করে তোলা ঠিক নয়! বিলটা বাতিল করুন। আমেরিকার ইতিহাসে এই বিল সর্বাধিক ঋণ বৃদ্ধি করবে। এটা আসলে ঋণের দাসত্বের বিল।’

এদিকে প্রশাসনের একটি সূত্র মনে করছে, মাস্কের এই সমালোচনার জন্য ট্রাম্প সরকার বিলটি পাশ করা নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে পারেন। যদিও হোয়াইট হাউসের আধিকারিকরা মাস্কের এই সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না। পাল্টা তাঁরা বলছেন, ইলন মাস্ক নিজের স্বার্থের জন্যই এ সব কথা বলছেন।