বিভাজনের রাজনীতির হোতা মোদি,টাইম পত্রিকার প্রচ্ছদে বিতর্ক

 ভােটের মরশুমে আমেরিকার জনপ্রিয় পত্রিকা টাইমের প্রচ্ছদ নিয়ে বিতর্ক দানা বাঁধলাে।

Written by SNS New Delhi | May 11, 2019 10:16 am

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ যেখানে মোদিকে 'বিভাজনের নেতা' বলা হয়েছিল (ছবি-ট্যুইটার)

ভােটের মরশুমে আমেরিকার জনপ্রিয় পত্রিকা টাইমের প্রচ্ছদ নিয়ে বিতর্ক দানা বাঁধলাে। পত্রিকার ২০ মের সংস্করণের প্রচ্ছদে ছাপানাে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ছবি। হেডলাইনে লেখা হয়েছে , ভারতে বিভাজনের প্রধান।পত্রিকার যে প্রতিবেদনে এই প্রচ্ছদ করা হয়েছে,তা লিখেছেন আতিশ তাসির।প্রতিবেদনটিতে মােদির রাজনৈতিক ভাবনার কথাই তুলে ধরা হয়েছে।সেখানে লেখা হয়েছে , হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তােলার কোনাে ইচ্ছেই প্রকাশ করেননি।

ওই প্রতিবেদনে গুজরাটের হিংসা প্রচুর মানুষের প্রাণহানির প্রসঙ্গও তােলা হয়েছে।গোটা লেখাতেই হিন্দু মুসলিমের সম্পর্ক নিয়ে এবং তাতে মােদির হিন্দুত্ব-ঘেঁষা মনােভাব নিয়ে কড়া সমালােচনা করা হয়েছে।উল্লেখ্য,এর আগেও মােদিকে কটাক্ষ করে প্রতিবেদন লেখা হয়েছিল টাইম পত্রিকায়।২০১২ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল,নরেন্দ্র মােদি একজন বিতর্কিত, উচ্চাকাঙ্খী ও কুট রাজনীতিক।