• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

মালিতে জঙ্গিদের হাতে পণবন্দি ৩ ভারতীয়, উদ্বিগ্ন নয়াদিল্লি

মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে নয়াদিল্লি।

পশ্চিম আফ্রিকার মালিতে তিন ভারতীয়কে পণবন্দি করলেন জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয়দের পণবন্দি করার পিছনে বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, ১ জুলাই মালির কায়েস এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। হামলার সময়েই তিন ভারতীয়কে তাঁরা অপহরণ করে নিয়ে যান। ওই তিনজন সিমেন্ট ফ্যাক্টরির কর্মী বলে জানা যাচ্ছে। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ওই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।’

মালির ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলছে বলেও জানিয়েছেন রণধীর। সূত্রের দাবি, অপহৃতদের দ্রুত উদ্ধারের জন্য সবরকম পদক্ষেপ করছে মালি সরকার। অপহৃতদের পরিচয় এখনও জানা যায়নি। সূত্রের খবর, তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু করেছে মালি সরকার। ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে মালিতে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছরে মালিতে বহুবার জঙ্গিরা হামলা চালিয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মালির রাজধানী বামাকোতে জঙ্গিরা হামলা চালিয়েছিলেন। ওই হামলায় ৭৭ জন নিহত হন। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর টিমবুকটু এলাকার কাছে নিগার নদীতে যাত্রীবোঝাই নৌকায় হামলা চালান জঙ্গিরা। ওই হামলায় ৭৪ জন নিহত হয়েছিলেন।