• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশজুড়ে ফের নাশকতার ছক, দিল্লি পুলিশের জালে ৩ জঙ্গি

দিল্লি পুলিশের হাতে ধরা পড়েছে তিন সন্দেহভাজন জঙ্গি, যাদের আইএসআই-যোগ থাকার তথ্য মিলেছে

দেশজুড়ে ফের নাশকতার আশঙ্কা। দিল্লি পুলিশের হাতে ধরা পড়েছে তিন সন্দেহভাজন জঙ্গি, যাদের আইএসআই-যোগ থাকার তথ্য মিলেছে। তদন্তকারী কর্তারা জানিয়েছেন, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার সক্রিয় সদস্য শাহজাদ ভাট্টিরও যোগাযোগ ছিল। অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হচ্ছে। বড় ধরনের কোনও হামলার ছক তারা পাকিয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লি বিস্ফোরণের ঘটনার পর থেকেই দেশের নিরাপত্তা সংস্থাগুলি বিশেষ সতর্কতা জারি করেছে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল সম্প্রতি একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে। ধৃতদের মধ্যে একজন পাঞ্জাব থেকে এবং দু’জন উত্তরপ্রদেশের আলাদা জায়গা থেকে ধরা পড়েছে বলে খবর।

Advertisement

অন্যদিকে ফরিদাবাদের ‘ডক্টর মডিউল’-এর খোঁজে এবার দেশের রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে তত্ত্বতালাশ শুরু করল দিল্লি পুলিশ। এই বিষয়ে হাসপাতালগুলিকে পাঠানো নোটিসে জানতে চাওয়া হয়েছে, তাঁদের প্রতিষ্ঠানে এমন কোনও চিকিৎসক কর্মরত আছেন কিনা, যাঁরা পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি বা চিনে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেছেন। পাশাপাশি এমন চিকিৎসকদের নাম, তাঁদের ডিগ্রি-সংক্রান্ত নথি এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত নির্দিষ্ট তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

লালকেল্লা বিস্ফোরণে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যেসব ‘ডাক্তার’ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল, তাঁদের পাকিস্তান, আফগানিস্তান-সহ একাধিক দেশের সঙ্গে যোগসূত্রের ইঙ্গিত পেয়েছে তদন্তকারী সংস্থা। এখন তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন, দিল্লিতে কর্মরত আরও কোনও চিকিৎসকের সঙ্গে এমন কোনও দেশের যোগাযোগ রয়েছে কিনা। সেই কারণেই রাজধানীর বেসরকারি হাসপাতালগুলিকে নোটিস পাঠিয়ে তথ্য চাওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছে তিন সন্দেহভাজন জঙ্গি, যা তদন্তের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement