দিল্লিতে আত্মঘাতী হামলার ছক কষছিল দুই জঙ্গি। পরিকল্পনা এগিয়ে গিয়েছিল অনেকদূরই, কিন্তু বাস্তবায়নের আগেই পুলিশের জালে পাকিস্তানের কুখ্যাত সংগঠনের দুই জঙ্গি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতেই ভারতে হামলার ছক কষছিল তারা। আপাতত দুই জনকেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, তাদের একজনের বাড়ি ভোপালে আরেকজনের বাড়ি দিল্লিতেই। তাদের মধ্যে দুজনের নামই আদনান।
জানা গিয়েছে, গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল দিল্লি পুলিশ এবং গোয়েন্দাদের কাছে। সেই মতোই অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। দিল্লির সাদিক নগর ও ভোপাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে পাকিস্তানের যোগ কতটা, আর কী কী পরিকল্পনা ছিল তাঁদের তা নিয়েও জেরা করা হচ্ছে ধৃতদের।
Advertisement
অ্যাডিশনাল কমিশনার প্রমোদ কুশওয়াহা এবং এসিপি ললিত মোহন নেগির নেতৃত্বে অপারেশন চালিয়ে আইইডি বিস্ফোরণের ছক কষছিল। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, ধৃত ওই দু’জনের দিল্লিতেই একটি বড় আকারের হামলার পরিকল্পনা ছিল। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের সঙ্গে আর কারা জড়িত, ঠিক কোথায় আক্রমণের ছক কষা হয়েছিল, এবং কোথা থেকে এই হামলার নির্দেশ আসছিল—এই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। গোয়েন্দারা আত্মবিশ্বাসী যে এই গ্রেপ্তারের মাধ্যমে দিল্লিতে একটি বড় নাশকতার পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে। দিল্লি পুলিশের দাবি, এর জেরে রাজধানীর বড়সড় হামলার ছক আটকানো গেল।
Advertisement
Advertisement



