নিউ সাউথ ওয়েলস পুলিশের তরফে জানানো হয়, বন্ডি জংশনের একটি শপিং মলে এক ব্যক্তি হামলা চালিয়েছেন। তাঁর ছুরির হামলায় বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে ওই এলাকা আপাতত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আমজনতাকে। শপিং মল বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। এই হামলায় আর কেউ জড়িত কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। হামলার ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা গুলির আওয়াজ শুনতে পাই। কি করব তহন আমরা বুঝতে পারছিলাম না। এক দোকানে আমরা আশ্রয় নিই। ওই দোকানের ডেকে কর্মচারী আমাদের পালিয়ে যেতে সাহায্য করেন।
Advertisement
Advertisement
Advertisement



