• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কানাডা এডমন্টনে প্রেমিকার সামনে পিটিয়ে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে। নিহত ব্যবসায়ীর নাম আরভি সিংহ সাগু।

কানাডা এডমন্টনে প্রেমিকার সামনে পিটিয়ে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে। নিহত ব্যবসায়ীর নাম আরভি সিংহ সাগু। ওই ব্যবসায়ীর গাড়িতে প্রস্রাব করছিলেন কয়েকজন ব্যক্তি। অভিযোগ, সেই সময় তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। এরপরই ওই যুবকেরা ব্যবসায়ীর মাথা এবং মুখ লক্ষ্য করে ঘুষি চালান। এর জেরে রাস্তায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন আরভি। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চিকিৎসার পর প্রাণ হারান ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যবসায়ী। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম কাইল প্যাপিন। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর রাতে প্রেমিকাকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন আরভি। তাঁর গাড়িটি রেস্তোরাঁর বাইরে রাখা ছিল। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আরভি দেখেন কয়েক জন অজ্ঞাতপরিচয় তাঁর গাড়ির গায়ে প্রস্রাব করছেন। সেই সময় ঘটনার প্রতিবাদ করেন আরভি। এরপর তাঁর বেধড়ক মারধর করা হয়। আরভির প্রেমিকা কাকুতিমিনতে করলেও কোনও লাভ হয়নি। এরপর তিনি ৯১১-তে ফোন করে জরুরি ভিত্তিতে সাহায্যের আর্জি জানান। ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে আরভিকে হাসপাতালে ভর্তি করান।

Advertisement

হাসপাতালে আরভিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে চিকিৎসায় কোনওভাবেই সাড়া দিচ্ছিলেন না তিনি। ঘটনার পাঁচ দিন পর ২৪ অক্টোবর মৃত্যু হয় আরভির। এরপরই পুলিশের অভিযোগ দায়ের করেন তাঁর প্রেমিকা। তদন্তে নেমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের চিহ্নিত করা শুরু করে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সোমবার কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতি দর্শন সিংহ সহসিকে গুলি করে খুন করা হয়। সেই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই ঘটনায় শিখ সম্প্রদায়ের একাধিক সংগঠনের তরফে ভারতীয় দূতাবাস ও কানাডার প্রশাসনের কাছে খুনের সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।

Advertisement

Advertisement