• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

ইউনূসের সংবিধান সংশোধনের বিরোধিতায় বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল

নির্বাচনী পদ্ধতি বিষয়ে বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধানের বেশ কিছু সংস্কার করতে চান মুহাম্মদ ইউনূস।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশের সংসদীয় নির্বাচন নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব আপাতত প্রশমিত হলেও সংবিধান সংস্কার নিয়ে নতুন করে বিরোধ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তার তীব্র বিরোধিতা করেছে বিএনপি।

ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে ফের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য বাড়ছে। বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির সালাউদ্দিন আহমেদ। তিনি খালেদার দলের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চের স্থায়ী পরিষদের সদস্য। সালাউদ্দিন বলেছেন, ‘পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব আছে বলে আমরা মনে করছি।’

তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে জামায়াতে ইসলামি বাংলাদেশ ওরফে জামাত এবং গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের একাংশ নিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি।

প্রসঙ্গত নির্বাচনী পদ্ধতি বিষয়ে বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধানের বেশ কিছু সংস্কার করতে চান মুহাম্মদ ইউনূস। যদিও প্রথম থেকেই বিএনপি সেই উদ্যোগের বিরোধিতা করে এসেছে। খালেদার দল অন্তর্বর্তী সরকারের এই সংবিধান সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারই এই সংস্কার কর্মসূচি চালু করতে পারে।

বুধবার ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনে এই বিরোধিতায় বিএনপি-র পাশে ছিল দেশের আরও ১২টি রাজনৈতিক দল। তারাও জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিরোধিতা করেছে। অন্যদিকে জামাত ও এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি)-সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে।