দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে চলে গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। শনিবার গভীর রাতে রিয়াধের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।
২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ওয়ালিদ। রিয়াধে ঘটেছিল সেই দুর্ঘটনা। মাথায় গুরুতর আঘাতের জেরে কোমায় চলে যান তরুণ রাজপুত্র। চিকিৎসকেরা তখনই জানিয়েছিলেন, তাঁর জ্ঞান ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এরপর কেটে গিয়েছে দুই দশক – জলের মতো টাকা খরচ হয়েছে চিকিৎসায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত উপায় প্রয়োগ করা হলেও তাঁকে আর জাগানো যায়নি।
Advertisement
‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ওয়ালিদকে দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিক্যাল সিটিতে এক দল চিকিৎসক সব সময় তাঁর চিকিৎসায় নিযুক্ত ছিলেন। চিকিৎসকেরা আশাহত হলেও তাঁর বাবা, সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ ছেলের সুস্থতার আশায় এক মুহূর্তের জন্যও ভরসা হারাননি। তিনি বলেছিলেন, ‘যদি ঈশ্বর চাইতেন, ও দুর্ঘটনাতেই মারা যেত। এখনই ও কবরে থাকত।’ শেষ মুহূর্ত পর্যন্ত পুত্রের আরোগ্যের জন্য প্রার্থনা করে গিয়েছেন তিনি।
Advertisement
২০১৯ সালে চিকিৎসায় একটু সাড়া দিতে দেখা গিয়েছিল ওয়ালিদকে। সামান্য নড়েছিল মাথা ও আঙুল। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি। চলতি বছর ১৮ এপ্রিল ৩৬ বছর বয়সে পা রাখেন তিনি। সেই সময়ে রাজপরিবারের সদস্যরা প্রিন্স ওয়ালিদের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান তাঁকে। তারপর কয়েক মাস কাটতে না কাটতেই চিরনিদ্রায় চলে গেলেন প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল।
এদিকে সন্তানশোকে ভেঙে পড়েছেন পিতা খালিদ। সংবাদমাধ্যমে পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি দীর্ঘ এক বার্তায় নিজের অনুভব ব্যক্ত করেন। খালিদ জানিয়েছেন, ‘স্রষ্টার ইচ্ছাই চূড়ান্ত। আমি আমার ছেলেকে হারালাম, কিন্তু বিশ্বাস হারাইনি।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজপুত্র ওয়ালিদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজপরিবারের প্রাসাদে পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। ২৩ জুলাইয়ের পর থেকে আল ফকিরিয়া জেলায় রাজপ্রাসাদে জনসাধারণও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
Advertisement



