গত তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও দাঁড়ি পড়েনি। মাঝেই মাঝেই ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালাচ্ছে। সারা রাত ধরে ইউক্রেনে তাণ্ডব চালায় রাশিয়া। ৫৮০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছোঁড়া হয়। এই হামলায় নিহত হয়েছে ৩ জন। নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও অসংখ্য। শনিবার টেলিগ্রামে এই হামলার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই পরিস্থিতিতে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তিনি।
সামাজিক মাধ্যমে হামলার একাধিক ছবি তুলে ধরে জেলেনস্কি জানিয়েছেন, ‘সারারাত ধরে ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষকে নিশানা করা হয়েছে। সাধারণ মানুষের ঘরবাড়ি ও কারখানায় হামলা চালানো হয়। অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল এবং প্রায় ৫৮০টি ড্রোনে হামলা চালানো হয়েছে। সারারাত ধরে যে জওয়ানরা আকাশসীমা পাহারা দিয়েছেন, তাঁদের ধন্যবাদ। আমাদের এফ-১৬ বিমানের পাইলটরা এই হামলা রুখে দিয়েছেন।’
Advertisement
রুশ হামলার জেরে উত্তরে চেরনিহিভ অঞ্চলে এবং পশ্চিমে খমেলনিটস্কি অঞ্চলে দুইজন নিহত হয়েছেন বলে খবর। ডিনিপ্রোর একটি আবাসনে ক্লাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। এই হামলার জেরে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। রাশিয়ার আগ্রাসন রুখতে কিয়েভ ইউরোপের দেশগুলিকে তাদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে।
Advertisement
প্রসঙ্গত, আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা লাগু করার দাবি তুলেছে ইউক্রেন।
Advertisement



