• facebook
  • twitter
Friday, 13 June, 2025

পুলওয়ামা হামলার দায় স্বীকার পাকিস্তানের

পহেলগাম কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবহে পুলওয়ামা কাণ্ডের দায় কার্যত স্বীকার করে নিয়েছে পাকিস্তান।

পহেলগাম কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবহে পুলওয়ামা কাণ্ডের দায় কার্যত স্বীকার করে নিয়েছে পাকিস্তান। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনায় পাকিস্তান জড়িত নয় বলেই এতদিন দাবি করে আসছিলেন তাঁরা। তবে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে পাকিস্তান এয়ার ফোর্সের ডিরেক্টর জেনারেল (পাবলিক রিলেশনস), এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলেন, ‘আমরা আমাদের কৌশলগত দক্ষতা পুলওয়ামায় দেখাতে চেয়েছিলাম…’।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলকারীর নাম ছিল আদিল আহমদ। সেই সময় এবং তার পরেও পাকিস্তান বার বার দাবি করে, এই হামলায় তাদের হাত নেই। তবে জইশ–ই–মহম্মদ হামলার দায় স্বীকার করেছিল। পরে ভারত প্রমাণ করে, সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী ও আদিলের সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। যদিও তারপরেও পুলওয়ামা নিয়ে প্রতিবার হাত ঝেড়ে ফেলতে দেখা গিয়েছে পাকিস্তানকে। ঘটনার ৬ বছর পর দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির আবহে পাকিস্তান কার্যত এই হামলার দায় স্বীকার করে নিল।

এ দিন ঔরঙ্গজেব বলেন, “পাকিস্তানের আকাশসীমা, জলসীমা, ভূমি কিংবা নাগরিকদের উপর হামলা হলে, আমরা কখনওই চুপ থাকব না। যোগ্য জবাব দেব। যে কোনও মূল্যে। পুলওয়ামায় আমরা আমাদের কৌশলগত দক্ষতা দেখাতে চেয়েছিলাম। এখন আমরা অপারেশনাল স্তরে আরও এগিয়ে গিয়েছি।” ঔরঙ্গজেব এই কথাগুলি যখন বলছিলেন তখন তাঁর পাশেই বসেছিলেন আইএসপিআর-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এবং নৌসেনার মুখপাত্র।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। এরপরই অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তারপর থেকেই দুই দেশের মধ্যে হামলা, পাল্টা হামলা চলতে থাকে। শনিবার বিকেল ৫টা থেকে ১২ মে দুপুর ১২টা পর্য়ন্ত সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু সংঘর্ষ বিরতির পরও হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।

পহেলগাম কাণ্ডের সঙ্গে তাদের যোগ নেই বলে প্রথম থেকেই দাবি করছে পাকিস্তান। যে রকম পুলওয়ামা কাণ্ড হওয়ার পর দাবি করা হয়েছিল। আন্তর্জাতিক মহলের চাপ থেকে বাঁচতেই এই রকম জঙ্গি হানাতে নিজেদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ করে না পাকিস্তান। কিন্তু পুলওয়ামার মতো পহেলগাম কাণ্ডেও পাকিস্তানের যোগাযোগ স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করে ভারত।