২০২১ সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত এক ব্যক্তিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। বুধবার তাঁকে সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। চার বছর ধরে ওই অভিযুক্ত পলাতক ছিলেন। মঙ্গলবার গাজিয়াবাদের একটি মসজিদের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ৪ মে পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণ করেছিলেন তিনি। সেই বছরের ৩০ আগস্ট এ বিষয়ে একটি মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার এক বছরের মধ্যে অর্থাৎ ২০২২ সালের ৫ মে অভিযুক্তের বিরুদ্ধে তমলুকের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। কিন্তু অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর এই মামলায় অভিযুক্তকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। ওই মামলায় অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠায় শীর্ষ আদালত। কিন্তু নোটিস পেয়েও হাজিরা দেননি অভিযুক্ত। এরপর গত ২ আগস্ট জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৩ আগস্টের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
Advertisement
শীর্ষ আদালতের নির্দেশ মতো জোরদার তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোপন সূত্রে খবর পেয়ে গাজিয়াবাদের ইলাইচিপুরের অভিযান চালান তদন্তকারীরা। সেখানে একটি মসজিদের কাছ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল। খুন, ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা। আতঙ্কে ঘর ছাড়া ছিলেন বহু মানুষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সব হিংসার ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেন সিবিআই আধিকারিকরা।
Advertisement



