• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নেপালের সব প্রদেশের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী কার্কী

নির্বাচনের আগে

প্রতিনিধিত্বমূলক চিত্র

নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক স্থিতি বজায় রাখতে নেপালে শুরু হল উচ্চস্তরের পর্যালোচনা। দেশের সব প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক করলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কী। সরকারি সূত্র বলছে, আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী আচরণবিধি প্রয়োগ— এই চারটি বিষয় ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কার্কী জোর দিচ্ছেন রাজনৈতিক স্বচ্ছতা ও প্রশাসনিক সমন্বয়ের উপর। বৈঠকে তিনি জানান, ‘নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার জন্য প্রদেশগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করতে হবে।’ প্রদেশগুলিকে প্রস্তুতি তদারকি, ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীরা তাঁদের নিজ নিজ প্রদেশের সমস্যা তুলে ধরেন। পাহাড়ি অঞ্চলে যাতায়াত সমস্যা, মনসুন–পরবর্তী ভূমিধসের প্রভাব এবং দূরবর্তী এলাকায় ভোটসামগ্রী পৌঁছানোর অসুবিধা— সামগ্রিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে লজিস্টিক ব্যবস্থা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সরকারি দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রতিটি প্রদেশকে আলাদা করে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির রূপরেখা জমা দিতে বলা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র পুলিশ, জাতীয় বাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক নেপালের অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন ঘনিয়ে আসতেই সব রাজনৈতিক দল মাঠে সক্রিয়। এমন সময় প্রশাসনিক স্থিরতা নিশ্চিত করতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি— সেই বার্তাই দিতে চাইলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র রামবাহাদুর রাওয়াল জানিয়েছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে কেন্দ্র ও প্রদেশগুলির মধ্যে সমন্বয় দৃঢ় করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। আগামী বছরের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তাই ভোটের আগে আইনশৃঙ্খলা, প্রশাসনিক কাঠামো, লজিস্টিক প্রস্তুতি, ভোটকেন্দ্র সুরক্ষা— সব দিক নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়।

Advertisement