• facebook
  • twitter
Sunday, 22 June, 2025

৩১ বার এভারেস্ট জয় কামি রিটার

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কামি রিটা। ৫৫ বছর বয়সি নেপালের এই পর্বতারোহী ৩১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন।

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কামি রিটা। ৫৫ বছর বয়সি নেপালের এই পর্বতারোহী ৩১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন। মঙ্গলবার ভোর ৪টেয় ভারতীয় সেনাবাহিনীর একটি দলের পথপ্রদর্শক শেরপা কামি রিটা ৮৮৪৯ মিটার (২৯০৩২ ফুট) উঁচু এভারেস্ট শীর্ষ স্পর্শ করেছেন। ‘সেভেন সামিট ট্রেকস’ সংস্থার চেয়ারম্যান মিংমা শেরপা এই খবর নিশ্চিত করেন। মিংমার কথায়, ‘প্রতিবারের মতোই কামি রিটা পাহাড়ে তাঁর অনন্য দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। আমরা তাঁর এই ঐতিহাসিক জয়ে গর্বিত।’

১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট জয় করেন কামি রিটা। তারপর থেকে প্রায় প্রতি বছরই এই শৃঙ্গ ছুঁয়েছেন তিনি। অনেকেই কামি রিটাকে ‘এভারেস্ট ম্যান’ নামে চেনেন। নেপালের সলুখুম্বু জেলার থামি গ্রামে জন্ম কামির। পরিবারের অন্য সদস্যদের মতোই তিনিও পেশাদার শেরপা হয়ে ওঠেন। এভারেস্টের পাশাপাশি পৃথিবীর অন্যান্য উচ্চতম পর্বত যেমন চো ইয়ু, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদিতেও সফল অভিযান পরিচালনা করেছেন রিটা। বর্তমানে কামি রিটার অন্যতম ‘প্রতিযোগী’ হলেন আর এক শেরপা গাইড, পাসাং দাওয়া। তিনি এখন পর্যন্ত ২৯ বার সফলভাবে এভারেস্ট আরোহণ করেছেন।

সারা বিশ্বের পর্বতারোহীদের কামি খুবই পরিচিত নাম। তাঁর অভিযাত্রী সংগঠক ‘সেভেন সামিট ট্রেকস’ কামির সাফল্যের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কামি রিটা শেরপাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি এভারেস্টের বিশ্বব্যাপী প্রতীক।’ ৩০-তম বার এভারেস্ট স্পর্শ করে কামি রিটা বলেছিলেন, ‘আমি কাজের জন্য এভারেস্ট চড়ি। কোনও রেকর্ড গড়ার জন্য নয়।’