• facebook
  • twitter
Friday, 30 January, 2026

এভারেস্ট হারাতে চলেছে সর্বোচ্চ শৃঙ্গের মুকুট 

এই দু’টি শৃঙ্গই রয়েছে জলের তলায়

ফাইল চিত্র

এভারেস্ট হারাতে চলেছে সর্বোচ্চ শৃঙ্গের মুকুট। কারণ সম্প্রতি বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এমন আরও দুই শৃঙ্গের, যেগুলি এভারেস্টের চেয়ে উচ্চতায় বেশি। মজার কথা, এই ‘বেশি’র মাত্রাটা অনেকটাই। ১০০ গুণের উপরে। সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি আর্টিক্যাল। সেখানে জানানো হয়েছে  পৃথিবীতেই রয়েছে এমন দুই শৃঙ্গ, যেগুলি এভারেস্টের চেয়ে উচ্চতায় অনেকটাই বেশি।

বিজ্ঞানীরা যা আন্দাজ করতে পেরেছেন, তাতে এগুলির উচ্চতা ১০০ কিলোমিটারেরও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ৮.৮ কিলোমিটার। সেই হিসাবে এই দুই শৃঙ্গের উচ্চতা তার চেয়ে ১০০ গুণেরও বেশি।

Advertisement

এই দুই বিরাট দানবীয় শৃঙ্গ পৃথিবীর বুকে কোটি কোটি বছর ধরে থাকলেও, তা টের পাননি বিজ্ঞানীরা। কারণ এই দু’টিই রয়েছে জলের তলায়। এগুলি রয়েছে আফ্রিকা মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে এই দুই বিরাট শৃঙ্গ।তবে অবাক করার মতো বিষয় হল এগুলির উচ্চতা।

Advertisement

Advertisement