• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

এক নম্বরে নাদাল

মাদ্রিদ- বছরের শুরুতে প্রথম গ্রান্ড স্লাম প্রতিযোগিতায় চোটের জন্য কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও রাফায়েল নাদাল টেনিস মহলে এক নম্বর স্থানটা ধরে রাখলেন। সোমবার ছেলেদের র্যা ঙ্কিংয়ে কুড়িতম গ্রান্ড স্লাম শিরোপা পাশাপাশি পরপর দুবছর গ্রান্ড স্লাম খেতাব জয় করার পরও ফেডেরার শীর্ষস্থানে উঠে আসতে পারলেন না। প্রথম দশ জনের তালিকাটি এই রকমঃ রাফায়েল নাদাল (স্পেন),

এক নম্বরে নাদাল

মাদ্রিদ- বছরের শুরুতে প্রথম গ্রান্ড স্লাম প্রতিযোগিতায় চোটের জন্য কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও রাফায়েল নাদাল টেনিস মহলে এক নম্বর স্থানটা ধরে রাখলেন।

সোমবার ছেলেদের র্যা ঙ্কিংয়ে কুড়িতম গ্রান্ড স্লাম শিরোপা পাশাপাশি পরপর দুবছর গ্রান্ড স্লাম খেতাব জয় করার পরও ফেডেরার শীর্ষস্থানে উঠে আসতে পারলেন না।

প্রথম দশ জনের তালিকাটি এই রকমঃ রাফায়েল নাদাল (স্পেন), রজার ফেডেরার (সুইৎজারল্যান্ড), মারিন কিলিক (ক্রোয়েশিয়া), গ্রিগোর ডিমিট্রিভ (বুলগেরিয়া), আলেক্সান্ডার জারেভ (জার্মানি), ডোমিনিক থিয়াম (অস্ট্রিয়া), ডেভিড গোফিন (বালজিয়াম), জ্যাক সক (আমেরিকা), জুয়ান মার্টিন ডেল পোত্রো (আর্জেন্তিনা) ও পাবলো কারনা বুস্টা (স্পেন)।