• facebook
  • twitter
Friday, 11 October, 2024

প্যারিসে রহস্য মৃত্যু বাঙালি গবেষকের

দিল্লি- প্যারিসে গবেষণা করতে গিয়ে রহস্য মৃত্যু হল এক বাঙালি গবেষকের। স্নিগ্ধদ্বীপ দে নামে ৩৭ বছরের ঐ তরুণ গবেষকের বাড়ি হুগলীর উত্তরপাড়ায়। প্যারিস পুলিশ জানিয়েছে, গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু তার পরিবারের সদস্যরা একথা মানতে চাইছেন না। তাঁরা জানিয়েছেন, স্নিগ্ধদ্বীপ নিয়মিত শীর্ষাসন করত, তার হৃদরোগ হওয়ার কথাই না। কৃতি ছাত্র মৌলানা

প্যারিসে রহস্য মৃত্যু বাঙালি গবেষকের

দিল্লি- প্যারিসে গবেষণা করতে গিয়ে রহস্য মৃত্যু হল এক বাঙালি গবেষকের। স্নিগ্ধদ্বীপ দে নামে ৩৭ বছরের ঐ তরুণ গবেষকের বাড়ি হুগলীর উত্তরপাড়ায়।

প্যারিস পুলিশ জানিয়েছে, গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু তার পরিবারের সদস্যরা একথা মানতে চাইছেন না।

তাঁরা জানিয়েছেন, স্নিগ্ধদ্বীপ নিয়মিত শীর্ষাসন করত, তার হৃদরোগ হওয়ার কথাই না।

কৃতি ছাত্র মৌলানা আজাদ থেকে স্নাতোকোত্তরের পর বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ থেকে ডক্টরেট করেন তিনি। এরপর প্যারিসে পোস্ট ডক্টরেট গবেষণার কাজে নিযুক্ত ছিলেন তিনি।

তাঁর বাবা জানিয়েছেন, গত শনিবারও স্ন্যাপচ্যাটে পরিবারের লোকেদের সাথে কথা বলেছেন স্নিগ্ধদ্বীপ। কিন্তু রবিবার থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর বাড়ির মালকিনের সঙ্গেও যোগাযোগ করা হয়।