• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

কমলাকে ‘বিহার কি বেটি’ সম্বোধন মোদীর

মোদী জানিয়েছেন, আগামী দিনে ত্রিনিদাদ এবং টোবাগোর সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হবে। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাখির চোখ বিহারের ভোট। আর সেকারণেই ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পৌঁছে সে দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন করলেন ভারতের প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী। সে কথা শুনে মুখে হাসিও ফুটল কমলার। মোদী যেন মনে করিয়ে দিলেন ভারতের বিহারের সঙ্গে আত্মিক যোগ রয়েছে ত্রিনিদাদ এবং টোব্যাগোর। যদিও এর পেছনে আসন্ন বিহার ভোটের অঙ্ক খুঁজে পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। ভোটের আগে বিহারবাসীর মন জয় করেতই নাকি বিদেশ সফরে গিয়েও বিহারের নাম শোনা গিয়েছে মোদীর মুখে। বৃহস্পতিবার পোর্ট অফ স্পেনে প্রবাসীদের সামনে বক্তৃতা করেন ভারতের প্রধানমন্ত্রী। আর সেখানেই তিনি উল্লেখ করেছেন, যাঁরা এই সভায় এসেছেন তাঁদের অনেকের সঙ্গেই বিহারের নাড়ির যোগ রয়েছে। সে কারণেই এখানে পৌঁছেই আমি কমলাজিকে বিহারের বেটি বলে সম্বোধন করেছি। তাঁর পূর্বপুরুষেরা ভারতের বিহারে থাকতেন।

কমলা প্রসাদ নিজেও বিহারে গিয়েছেন। নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর সময় কমলা প্রসাদের পরনে ছিল ভারতীয় পোশাক। তাঁর মন্ত্রীসভার সকলেই ভারতীয় পোশাক পরেছিলেন। ভোজপুরি চৌতালের মধ্যে দিয়ে মোদীকে বরণ করা হয়। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ত্রিনিদাদ-টোবাগোর প্রায় ৪০ শতাংশ নাগরিক ভারতীয় বংশোদ্ভূত। সেকারণেই রামমন্দিরের রেপ্লিকা ও সরযূ নদীর জল উপহার নিয়ে গিয়েছে মোদী। নরেন্দ্র মোদী জানিয়েছেন, শুধু বিহার নয়, উত্তরপ্রদেশের সঙ্গেও নারীর যোগ রয়েছে ত্রিনিদাদ এবং টোবাগোবাসীদের।

Advertisement

মোদী জানিয়েছেন, আগামী দিনে ত্রিনিদাদ এবং টোবাগোর সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হবে। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর। এখন থেকে তিনি আর্জেন্টিনার উদ্দেশে রওনা হবেন শনিবার। তবে ত্রিনিদাদ এবং টোবাগোয় গিয়ে নরেন্দ্র মোদী যে সে দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে ‘বিহার কি বেটি’ বলেছেন, এর পেছেন আসন্ন বিহার নির্বাচনের যোগ রয়েছে বলেই মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement

Advertisement