১৭বছরে একবারও অসুস্থ হইনি মিথ্যা নিজেই ফাঁস করলেন মাসুদ

কেন্দ্রের কাছে খবর রয়েছে যে,বালাকোট হামলার পর মাসুদ বড়সড় নাশকতার ছক কষে যাচ্ছে।

Written by SNS Islamabad | April 26, 2019 11:22 am

মাসুদ আজহার (Photo by Aamir QURESHI / AFP)

পাকিস্তানের মুখে যে শুধু মিথ্যার ফুলঝুরি তা আবারও একবার প্রমাণ পাওয়া গেল।পুলওয়ামা হামলা এবং বালাকোটে এয়ার স্ট্রাইকের পর বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবারও একবার আত্মপ্রকাশ করল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার।গােপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী,তিনি ইতিমধ্যেই নিজের দলের জঙ্গিদের সঙ্গে একটি বৈঠকও সেরে ফেলেছেন।এমনকি এই বৈঠকে ভারতের বুকে আবারও একটি ঠিক পুলওয়ামার মতাে হামলার ইঙ্গিতও দিয়েছে।এছাড়া বৈঠকে মাসুদ আরও জানিয়েছে যে,সে গত ১৭ বছরের মধ্যে একবারও অসুস্থ হয়নি।এমনকি তাকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি।মাসুদের দাবি,তার অসুস্থতা নিয়ে ভুল প্রচার করা হচ্ছে।সে পুরােপুরি সুস্থ।কয়েকদিন আগেই বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার  স্ট্রাইকের পর পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক সংবাদমাধ্যমকে জানান,মাসুদ আজহার মারাত্মক মাসুদ অসুস্থ।সে কিডনির রােগে আক্রান্ত।ফলে মাসুদকে নিয়ে ভারত যা যা দাবি করেছে তা সবই মিথ্যে।তবে এখন বিশিষ্ট মহলের দাবি,মাসুদের বক্তব্য থেকে এখন এটা স্পষ্ট যে, এতদিন ধরে পাকিস্তান তাঁকে নিয়ে যা যা বলে এসেছে তা সবই মিথ্যা।

মাসুদের বৈঠকের পর গােয়েন্দাদের হাতে যে তথ্য উঠে এসেছে তা বেশ উদ্বেগজনক।কারণ তাদের কাছে খবর রয়েছে,মাসুদ বহালপুরে বসে আবারও একবার ভারতে হামলা করার ছক কষছে।পাশাপাশি কেন্দ্রের কাছেও খবর রয়েছে যে,বালাকোট হামলার পর মাসুদ বড়সড় নাশকতার ছক কষে যাচ্ছে।ফলে এহেন পরিস্থিতিতে জইশের ওপর কড়া নজরদারি চালানাে হচ্ছে বলে খবর। পুলওয়ামা,পাঠানকোটসহ একাধিক বড় সড় নাশকতামূলক কাজের মূলচক্রী মাসুদ আজহারের মৃত্যু হয়েছে এরকম খবর বহুবার সােশ্যাল মিডিয়ায় ঘােরাফেরা করছে।কিন্তু প্রত্যেকবারই সেই খবর মিথ্যা বলে প্রমাণিত হয়।